‘শিল্পকলা পদক’ নিলেন সাত শিল্পী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের হাত থেকে ‘শিল্পকলা পদক’ নিলেন সাত গুণী শিল্পী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 03:16 PM
Updated : 20 July 2017, 03:16 PM

সাত গুণী শিল্পীকে সম্মানিত করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার (২০ জুলাই) ৩টায় শিল্পীদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি । এবার যন্ত্রসংগীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ ও কণ্ঠ সংগীতে মিতা পদক পেয়েছেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণীজনদের একটি স্বর্ণপদক, ১ লক্ষ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পদক প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে ছিল দীপা খন্দকার ও অন্তর দেওয়ানের পরিচালনায় নৃত্য পরিবেশন । পাশাপাশি  সংগীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী।