রাজেশ খান্নার অজানা ১০

হিন্দি সিনেমার সোনালি যুগের প্রথম সুপারস্টার রাজেশ খান্না গত হয়েছেন পাঁচ বছর আগে। অথচ আজও এই তারকার ‘নিমক হারাম’, ‘আনন্দ’-এর মতো সিনেমা হিন্দি ছবির দর্শকদের পছন্দের ছবির তালিকায় রয়ে গেছে এক নাম্বারে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 12:56 PM
Updated : 18 July 2017, 12:56 PM

তার মৃত্যুবার্ষিকীতে রাজেশ খান্না সম্পর্কে জেনে নিন ১০ টি অজানা তথ্য।

১. অভিনেতা রাজেন্দ্র কুমার রাজেশ খান্নার কাছে বিক্রি করে দেন তার ‘অপয়া’ বাড়ি ‘ডিম্পল’। রাজেশ খান্না বাড়িটির নতুন নাম রাখেন ‘আশীর্বাদ’। এবং এই বাড়িটি কেনার পর থেকেই টানা ১৫ টি হিট সিনেমার জন্ম দেন তিনি! শুধু তাই নয়, কিছুদিন পর বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকেও!

২. ক্যারিয়ারের প্রথম দিকে যখন তারকা হয়ে ওঠেননি রাজেশ খান্না, তখনও এমজি স্পোর্টস কার চালাতেন তিনি!

৩. জ্যোতিষবিদ্যার ব্যাপারে দারুণ আগ্রহ ছিল রাজেশ খান্নার। বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ করতেন রাশিফল নিয়ে।

৪. নাতি আরভ-এর (টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের ছেলে) হাত দেখে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, বড় হয়ে সে হবে এক মহাতারকা।

৫. অভিনয়ের পাশাপাশি রাজেশ খান্নার রান্নার ছিল দারুণ সুখ্যাতি। তার হাতে রান্না ডালের স্বাদ নিতে বন্ধুবান্ধবেরা প্রায়ই হানা দিত তার বাড়িতে।

৬. ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজেশ খান্নার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন কিশোর কুমার ও আর ডি বর্মণ।

৭. অভিনেত্রী মুমতাজের সঙ্গে কখনও কোনো সিনেমা ফ্লপ হয়নি রাজেশ খান্নার।

৮. রাজেশ খান্নার নায়িকা সবচেয়ে বেশিবার হয়েছেন হেমা মালিনী (১৫ টি)।

৯. রাজেশ খান্না অভিনীত ‘আখেরি খত’ অস্কারে বিদেশী ভাষার ছবির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। শেষপর্যন্ত অবশ্য জিততে পারেনি সিনেমাটি।

১০. জামাতা অক্ষয় কুমারের সঙ্গে দারুণ সখ্য ছিল রাজেশ খান্নার। অক্ষয়কে তিনি ‘দোস্ত’ বলে ডাকতেন।