মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এবার ভারতের ওয়েব সিরিজে

সিনেমার পর এবার ভারতের ওয়েব সিরিজেও উঠে আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। অভিনেতা অনুপম খের প্রযোজনা করবেন নাম ঠিক না হওয়া এই ওয়েব সিরিজটির।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:29 PM
Updated : 17 July 2017, 03:29 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, ভারতে নেটফ্লিক্সসহ অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইটগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকায় ওয়েব সিরিজ তৈরির প্রতি বেড়েছে নির্মাতাদের আগ্রহ। সেখান থেকেই এবার ওয়েব সিরিজ তৈরিতে উদ্যোগী হয়েছেন অনুপম খের। সিরিজটির গল্প আবর্তিত হবে ১৯৭১ সালের মু্ক্তিযুদ্ধকে কেন্দ্র করে।

তবে বরাবরের মতোই সিরিজে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে নয়, ১৯৭১ কে দেখানো হবে ভারত-পাকিস্তানের যুদ্ধের বছর হিসেবে।

অনুপম খের এ ব্যাপারে বলেন, “নেটফ্লিক্সের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। আর এখানে বাস্তব জীবনের স্বাদ পাওয়া সম্ভব। তাই আমরা এটা মাথায় রেখেই কাজ করছি। এতে ভারতীয় ও আমার কানাডিয়ান বেশ কয়েকজন বন্ধু চিত্রনাট্যের কাজ করছেন। আর এটি হবে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে। আমি নিশ্চিত নই, এতে আমি অভিনয় করব কিনা।”

চলতি বছরই মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধকে পটভূমিতে রেখে তৈরি করা দুই ভারতীয় সিনেমা ‘গাজী অ্যাটাক’ ও ‘নাইন্টিন সেভেন্টি ওয়ান: বিয়ন্ড বর্ডার্স’।