হুমায়ূনের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ের আয়োজন

বরাবরেই মতো এবারও হুমায়ূন আহমেদকে নানা আয়োজনে স্মরণ করছে চ্যানেল আই। ১৯ জুলাই তাঁর প্রয়াণ দিবসে প্রচার হবে ভিন্নধর্মী অনুষ্ঠানমালা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 02:46 PM
Updated : 17 July 2017, 03:01 PM

১৯ জুলাই (বুধবার) জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ-এর প্রয়াণ দিবস। তাঁকে ঘিরেই বিশেষ কিছু অনুষ্ঠান নির্মাণ করেছে চ্যানেল আই। দিনব্যাপী প্রচার হবে গান, বিতর্ক অনুষ্ঠান, হুমায়ূনের গল্পে নির্মিত চলচ্চিত্র, টেলিফিল্ম।

এসআই টুটুল

মোস্তাফিজুর রহমান নান্টুর পরিচালনায় সকাল ৭.৩০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ পর্বে হুমায়ূন আহমেদের লেখা গানগুলো পরিবেশন করবেন শিল্পী এসআই টুটুল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

তিনি জানালেন, হুমায়ূন আহমেদের গানগুলো পরিবশেন ছাড়াও হুমায়ূন আহমেদের সাথে এসআই টুটুলের দীর্ঘ পথচলার নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করবেন।

জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। দুপুর ১২:৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে ইউনিভার্সেল ফুড লি. ‘তারকা কথন’, পরিচালনা করবেন অনন্যা রুমা।

কৃষ্ণপক্ষ

দুপুর ২.৪০ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, কায়েস চৌধুরী, ফারুক আহমেদ, রফিকউল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, স্বাধীন খসরু, আরফান আহমেদ, মাসুদ আখন্দ, তারিক স্বপন, জয়িতা মহলানবীশ, এহসানুর রহমান, আইনুন পুতুল, জুয়েল রানা, মোহাম্মদ ইব্রাহীম, পূজা চেরী, লাবন্য, টুকটুকি, তামিম ইকবাল, আরিয়া, ডা. আজাদ, ডা. আলমগীর, ফেরদৌস আহমেদ প্রমুখ।

রূপার জন্য ভালোবাসা

সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেখানো হবে মোস্তাফিজুর রহমান নান্টুর পরিচালনায় একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। হুমায়ূন আহমেদের সৃষ্ট ৫টি বিখ্যাত চরিত্র নিয়ে বিতর্ক অনুষ্ঠান, ‘আমার মাধ্যমেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’।

রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের গল্পের ছায়া অবলম্বনে টেলিফিল্ম ‘রূপার জন্য ভালোবাসা’। রাজু আলীমের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ঈশানা, টয়াসহ আরো অনেকে।