ভক্তদের ছাড়া আমি কিছুই না : রাহমান

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্বসফররত ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান লন্ডনের কনসার্টে হিন্দির চেয়ে তামিল গান বেশি গাওয়ায় শুনেছিলেন দর্শকের দুয়ো। তবে এর পরপরই নিউইয়র্কের আইফা কনসার্টে তিনি দেন এর উপযু্ক্ত জবাব।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 02:51 PM
Updated : 16 July 2017, 02:51 PM

আইফার আসরে রাত বারটার পর মঞ্চে ওঠেন অস্কারজয়ী এই ভারতীয় সংগীত পরিচালক। প্রথমেই তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় তামিল গান ‘উর্বশী উর্বশী’। গান শেষে উল্লাসে ফেটে পড়া দর্শকশ্রেণি থেকে গানটি শুনতে চাওয়া হয় আরেকবার। রাহমান তখন বলেন, “এখন একটু বেশিই দেরি হয়ে যায়নি কি?”

এরপরই জনপ্রিয় হিন্দি গান ‘হাম্মা হাম্মা’ গেয়ে শোনান তিনি।

লন্ডনে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া পাওয়ার পরও এ নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ না করে রাহমানকে বলতে শোনা যায়, “আমরা সবাই আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। যেভাবে মানুষ এতোদিন আমাকে সমর্থন করে এসেছেন, তা আমি সত্যিই ভালোবাসি। আমি সবার কাছেই কৃতজ্ঞ। ভক্তদের ছাড়া আমি আসলেই কিছুই না।”

তিনি ধন্যবাদ জানান আইফা কর্তৃপক্ষকেও।

বলেন, “২৫ বছর পূর্তির উদযাপনের জন্য আইফার আমন্ত্রণ প্রমাণ করে তাদের মহত্ব। বৃষ্টি সত্ত্বেও এখানে সংগীত পরিবেশন করতে পেরে আনন্দ পেয়েছি। পরিবেশ প্রতিকূল থাকা সত্ত্বেও যেভাবে মানুষ এখানে আমাকে গ্রহণ করলেন, তাতে আমি অভিভূত।”