ভারতের সেন্সরবোর্ডের উপর চটলেন মমতা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর উপরে নির্মিত এক তথ্যচিত্রে কাঁচি চালাতে চাওয়ায় ভারতের সেন্সরবোর্ডের প্রতি টুইটারে উষ্মা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 01:55 PM
Updated : 12 July 2017, 02:20 PM

সুমন ঘোষ নির্মিত ‘দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান’ নামের তথ্যচিত্রের কিছু শব্দ মিউট করে দিতে বলেছে সিবিএফসি (ভারতের সেন্সর বোর্ড)। নির্মাতার ভাষ্যে অমর্ত্য সেনের বক্তব্যের অন্তত চারটি শব্দ ফেলে দিতে বলেছে সিবিএফসি, যার মধ্যে রয়েছে ‘গরু’ এবং ‘গুজরাট’।

এতেই চটেছেন মমতা। বুধবার এই বিষয়ে করা এক টুইটে তিনি বলেন, “বিরোধীদলের প্রতিটি শব্দকে মুছে ফেলা হচ্ছে। এবারে ডক্টর অমর্ত্য সেন।”

তিনি আরও লিখেন, “যদি তার উচ্চতার কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ না করতে পারেন, তবে সাধারণ নাগরিকদের কী আশা আছে?”

গত কয়েক বছর ধরেই বিভিন্ন সিনেমা নিষিদ্ধ ঘোষণা ও সিনেমার নানান অংশে কাঁচি চালানো নিয়ে সমালোচনার মধ্যে রয়েছে সিবিএফসি। সর্বশেষ অলঙ্কৃতা শ্রীবাস্তবের নারীবাদী চলচ্চিত্র ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ নিষিদ্ধ করতে চেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা ।