শিল্পী-গবেষক খালিদ হোসেন ‘গুরুতর অসুস্থ’

নজরুল সংগীত শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন ‘গুরুতর অসুস্থ’ অবস্থায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 03:01 PM
Updated : 6 July 2017, 03:01 PM

তার বোন মাহমুদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জ্বর ও বুকে ব্যথা বেড়ে গেলে সোমবার দুপুরে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

“চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এখনো তার অবস্থার কোনো উন্নতি হয়নি।”

মাহমুদা জানান, বেশ কবছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর প্রায়ই তিনি অসুস্থতায় ভুগতেন। একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে  সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।

এ পর্যন্ত তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে।

তিনি নজরুল সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন।