নতুন অস্কার কমিটিতে ভারতীয় তারকারা

এ বছর প্রায় ৭৭৪ জন নতুন সদস্যকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে অস্কার কর্তৃপক্ষ। তালিকায় জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খান নেই । রয়েছেন অভিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খানের নাম। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা্ চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 02:58 PM
Updated : 29 June 2017, 02:58 PM

দু’বছর ধরে চলে আসা ‘অস্কার সো হোয়াইট’ ক্যাম্পেইনয়ের বদৌলতে এবারে পরিবর্তন আসছে অস্কার কমিটিতে। নতুন এ কমিটিতে নারী ও অ-শেতাঙ্গদের সংখ্যা বাড়িয়ে সমতা আনার উদ্যোগ নিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এ্যান্ড সাইন্স।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ বছর প্রায় ৭৭৪ জন নতুন সদস্যকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে অস্কার কর্তৃপক্ষ। তাদের মধ্যে একটি বড় অংশে রয়েছেন ভারতীয় অভিনেতা-অভিনেত্রীরা। নতুন এ তালিকায় রয়েছেন অভিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খানের নাম। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা্ চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

তালিকায় জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খানের নাম না থাকায় বেশ অবাক হয়েছেন সবাই। ঠিক কী কারণে বাদ পড়লেন কিং খান শাহরুখ তা জানা যায়নি। অভিনেতা-অভিনেত্রীদের বাইরে বাঙালি পরিচালক মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত ও গৌতম ঘোষও পেয়েছেন সদস্যপদ। লেখক সনি তারাপরেভালা, কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিন, তথ্যচিত্র নির্মাতা পাটোয়ারধান ও সাউন্ড ডিজাইনার অমৃত প্রিতম দত্তের নাম রয়েছে এ তালিকায়।

হলিউড রির্পোটার বলছে, এবারের কমিটিতে মোট ৩৯ শতাংশ নারী ও ৩০ শতাংশ অ-শেতাঙ্গ সদস্য যোগ করা হয়েছে। ধীর্ঘদিন ধরেই অস্কারকে ‘বর্ণবাদী’ বলে এসেছেন অনেকেই। মূলত মূল কমিটির সদস্যদের সিংহভাগ পুরুষ ও শেতাঙ্গ হওয়ার কারণেই এ অভিযোগটি উঠেছিলো। এবারে সেই অপবাদ ঘুচাতে এ উদ্যোগ নিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

ভারতীয় তারকা বাদে নতুন সদস্য তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস উভান্স, ডোয়াইন জনসন- দ্য রক, গ্যাল গ্যাডট, রিজ আহমেদ, ক্রিস প্যাট, আনা ফারিস, ডোনাল্ড গ্রোভার সহ আরও অনেক বিশ্ব-তারকারা।