ঈদের দ্বিতীয় দিনের সংগীতানুষ্ঠান

ঈদের বিশেষ আয়োজনে প্রায় সবক’টি চ্যানেলেই থাকছে প্রিয় শিল্পীদের গান নিয়ে সংগীতানুষ্ঠান। গ্লিটজ পাঠকদের জন্য অনুষ্ঠানগুলোর সময়সূচি উপস্থাপিত হলো

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 03:19 PM
Updated : 26 June 2017, 03:21 PM

এটিএন বাংলা

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ প্রচারিত হবে রাত ১০টা ৪০ মিনিটে।

একুশে টেলিভিশন

‘আমার ছবি আমার গান’ প্রচারিত হবে রাত ৮টায়। চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ১০টি গান

‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’ প্রচারিত হবে রাত ১১টা ৩০ মিনিটে । গাইবেন ন্যান্সি। উপস্থাপনায় লিজা।

এনটিভি

‘নাটকে ও গানে’ প্রচারিত হবে সকাল ৮টায়। অংশগ্রহণে কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আগুন, ইবরার টিপু, কনা ও এলিটা। উপস্থাপনায় ফারাহ শারমিন।

‘পথে যেতে যেতে’ প্রচারিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। অংশগ্রহণে সুবীর নন্দী, কিরণচন্দ্র রায়, অদিতি মহসিন, ছন্দা চক্রবর্তী, সেলিম চৌধুরী, শফি মণ্ডল, অনিমা মুক্তি, বেবী দেওয়ান, আজগর আলীম, ফকির শাহাবুদ্দিন ও সন্দীপন। উপস্থাপনায় সুজিত মোস্তফা।

বাংলাভিশন

‘আবার এলো যে সন্ধ্যা’ প্রচারিত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। লাকী আখান্দের জনপ্রিয় গান নিয়ে আয়োজন। গাইবেন বালাম, পান্থ কানাই ও কনা। উপস্থাপনায় বাপ্পা মজুমদার।

বৈশাখী

‘শুধু সিনেমার গান’- পর্ব ২ প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

দেশটিভি

‘সুর আর গান’ প্রচারিত হবে দুপুর ৩টায়। বাদশা বুলবুল ও মৌটুসী গাইবেন একশ বছরের আলোচিত ও জনপ্রিয় বাংলা গান।

‘মিউজিকাল লাইভ’ প্রচারিত হবে রাত ১০টায়। অংশগ্রহণে সামিনা চৌধুরী।

মাছরাঙা টিভি

‘যে গান বাজে হৃদয় মাঝে’ প্রচারিত হবে রাত ১টায়। আলম খানের সুর করা গান নিয়ে আয়োজন। গাইবেন আরিফ ও স্বরলিপি।

চ্যানেল নাইন

নতুন সিনেমার গান নিয়ে প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

এশিয়ান টিভি

‘এশিয়ান মিউজিক নাইট’ প্রচারিত হবে রাত ১১টায়। গাইবেন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী।

 

এসএ টিভি

‘মিউজিক মোমেন্টস’ প্রচারিত হবে বিকাল ৫টা ২০ মিনিটে। গাইবেন কনা ও ইমরান।

‘গানের উৎসবে’ প্রচারিত হবে রাত ১১টা ১০ মিনিটে। সরাসরি গাইবেন ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী ও বাবলী সরকার।

গান বাংলা

‘উইন্ড অব চেঞ্জ’-সিজন ১ প্রচারিত হবে সারাদিন

দীপ্ত টিভি

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচারিত হবে সকাল ৮টায়