ঈদের সাতদিনের ধারাবাহিক নাটক

ঈদের সাতদিন প্রায় সবক’টি টেলিভিশন চ্যানেলেই প্রচারিত হবে তারকাবহুল ধারাবাহিক নাটক। গ্লিটজ পাঠকদের জন্য দেওয়া হলো ধারাবাহিক নাটকগুলোর সময়সূচি

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 04:09 PM
Updated : 25 June 2017, 04:22 PM

এটিএন বাংলা

‘নসু ভিলেন’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ।রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা-সাগর জাহান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শখ, তানজিকা, শাহনাজ খুশি, আল মামুন।

‘চুটকি ভান্ডার থ্রি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে

রচনা-ফজলুল হক সেলিম ও সেজান নূর। পরিচালনা-শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম জামান, অহনা, ইশানা, জয়রাজ, আলভী, অরিন, অর্ষা।

‘খেলা হলো খুলনায়’

চ্যানেল আই

‘খেলা হলো খুলনায়’ প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০মিনিটে । ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, প্রবাল, অর্ষা, সীমান্ত।

‘ম্যানপাওয়ার’

একুশে টেলিভিশন

‘পোস্টমর্টেম’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ১১টা ২৫ মিনিটে।

রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, বাঁধন, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির।

‘মিস্টার সুলতান’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে

অভিনয়ে জাহিদ হাসান, ফারহানা মিলি, আ খ ম হাসান, স্বাগতা।

‘ম্যানপাওয়ার’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে।

অভিনয়ে মোশাররফ করিম, সাজু, নোভা।

এনটিভি

‘একটি পারিবারিক প্রেমকাহিনি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে

রচনা ও পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, লুৎফর রহমান জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান।

‘আল্টিমেটাম’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টা ৫০মিনিটে।

রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, শর্মীমালা, রিফাত চৌধুরী।

‘মাহিনের নীল তোয়ালেটা’

আরটিভি

‘প্যারা ৪’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টায়।

রচনা ও পরিচালনা আরিফ রহমান। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমন পাটোয়ারি, মারজুক রাসেল, জুঁই করিম, সোহেল খান, তারিক স্বপন।

‘ছোটলোক’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ভাবনা, ডা. এজাজ, নাবিলা।

‘মাহিনের নীল তোয়ালেটা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে।

রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, ফারুক আহমেদ।

‘এভারেজ আসলাম ইজ নট আ ব্যাচেলর’

বাংলাভিশন

‘এভারেজ আসলাম ইজ নট আ ব্যাচেলর’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, তানিয়া আহমেদ, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, জুঁই করিম, কচি খন্দকার, আরফান আহমেদ, মারজুক রাসেল, আ খ ম হাসান, নাদিয়া খানম।

‘ভোটার’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে মাহফুজ আহমেদ, নিপুণ, মামুনুর রশীদ, ডা. এজাজ।

‘প্রেম করা নিষেধ’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ১১টায়। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা সালাহ্উদ্দিন লাভলু। অভিনয়ে রওনক হাসান, নিলয় আলমগীর, শ্যামল মাওলা, শশী, শামীমা তুষ্টি।

মাছরাঙা

‘বেঙ্গল সমিতি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে

রচনা পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, শখ।

‘হিরো ভাইয়ের হিরোইন’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

রচনা মুহাম্মদ ফজলুল হক, পরিচালনা রুশো রকিব। অভিনয়ে সাজু খাদেম, ভাবনা, স্বাগতা।

দেশ টিভি

‘মধ্যবিত্তনামা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন ৫টা ৪৫ মিনিটে।

রচনা মেহরাব জাহিদ, পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অশোক ব্যাপারি, জেনি, প্রিয়া আনাম।

‘লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

রচনা মাসুম শাহরিয়ার। পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে তিশা, চঞ্চল, সুজাত শিমুল, মামুন অপু।

জিটিভি

‘চান্স মাস্টার দ্য সওদাগর’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টায়।

রচনা ও পরিচালনা সাইফ আহমেদ। অভিনয়ে মোশারফ করিম, জুঁই, আ খ ম হাসান, ঝুনা চৌধুরী, বিজরী বরকতুল্লাহ।

বৈশাখী টেলিভিশন

‘ব্রেক ফেইল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

রচনা ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, রওনক হাসান, হিমু, সাঈদ বাবু, ফারুক আহমেদ, হাসান মাসুদ।

এশিয়ান টিভি

‘বোকা আবুল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন দুপুর ১টা ২০ মিনিটে।

পরিচালনা দেলোয়ার হোসেন দিল। অভিনয়ে আ খ ম হাসান, শম্পা, সফিক খান দিলু।

‘বউ পাগল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে।

পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে সজল, মৌসুমী নাগ, মাজনুন মিজান।

‘অতি চালাকের গলায় দড়ি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিটে।

পরিচালনা আপন হাসান। অভিনয়ে পপি, বাঁধন, মিমো, সাব্বির আহমেদ।

‘রসগোল্লা’

‘রসগোল্লা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৭টা ২৫ মিনিটে।

পরিচালনা সোহাগ গাজী। অভিনয়ে মীর সাব্বির, অহনা, চিত্রলেখা গুহ, ডলি জহুর, ফারুক আহমেদ।

‘জাপানি ভিসা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টায়

 পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে সাজু খাদেম, মিশু সাব্বির, ভাবনা, নিসা।

‘খালি কলস বাজে বেশি’

‘খালি কলস বাজে বেশি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে।

পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে এটিএম শামসুজ্জামান, হাসান মাসুদ, মীর সাব্বির, অহনা।

‘ভেল্কিবাজি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ১০টা ২০মিনিটে

পরিচালনা ইদ্রিস হায়দার। অভিনয়ে এটিএম শামসুজ্জামান, ফারুক আহমেদ।

দীপ্ত টিভি

‘বিবাহ অভিযান’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে।

অভিনয়ে আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, অপর্ণা, তুষ্টি, দীপা খন্দকার।

‘এ বাড়ি ও বাড়ি’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।

রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে নাঈম, মৌসুমী হামিদ, মনোজ কুমার, নাফিসা কামাল ঝুমুর।

‘আরেকটি বিড়াল বিড়ম্বনা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত, প্রতিদিন রাত ১১টায়।

রচনা ও পরিচালনা কাজল আরেফিন। অভিনয়ে ইরেশ যাকের, সাজু খাদেম, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, শামিম হাসান।