ঈদের দিনের একক নাটক ও টেলিফিল্ম

ঈদ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও চ্যানেলগুলোর দর্শক মন হরণ করার প্রধান হাতিয়ার নাটক ও টেলিফিল্ম। গ্লিটজ পাঠকদের জন্য তাই ঈদের দিনের একক নাটক ও টেলিফিল্মের সময়সূচী উল্লেখ করা হলো-

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 02:14 PM
Updated : 25 June 2017, 02:14 PM

চ্যানেল আই

সকাল ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘বিগশট’। এটি রচনা ও পরিচালনা করেছেন আরফান আহমেদ। অভিনয়ে- জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, প্রভা।

নাটক ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। হুমায়ূন আহমেদের গল্পে এটি পরিচালনায় মেহের আফরোজ শাওন। অভিনয়ে প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়।

নাটক ‘মহারাণী’ প্রচারিত হবে রাত ৯টা ৩৫ মিনিটে। এই নাটক পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজাদ ও শশী।

‘প্রিয় রঞ্জনা’

আরটিভি

আয়নাবাজি অরিজিনাল সিরিজের নাটক ‘ফুল ফোটানোর খেলা’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০মিনিটে। এটি পরিচালনা করেছেন- কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

নাটক ‘ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি’ প্রচারিত হবে রাত ৮টা ৩৬মিনিটে। রচনা আকাশ রঞ্জন, পরিচালনা শামীম জামান। অভিনয়ে-মোশারফ করিম, মম, জুই করিম।

নাটক ‘প্রিয় রঞ্জনা’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে, চঞ্চল, তারিন।

টেলিফিল্ম ‘আহত পাখির গান’ প্রচারিত হবে রাত ১১টা ৪৫ মিনিটে। এটি পরিচালনা অরণ্য আনোয়ার। অভিনয়ে মাহফুজ, প্রভা।

এটিএন বাংলা

রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’। রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে- এটিএম শামসুজ্জামান, আহমেদ রুবেল, মম, অপূর্ব, সারিকা।

রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘রং পেন্সিল’। এটি পরিচালনা করেছেন-আবু হায়াত মাহমুদ।

‘গল্পটা কয়েকদিন পরের’

বাংলাভিশন

টেলিফিল্ম ‘গল্পটা কয়েকদিন পরের’ প্রচারিত হবে দুপুর ২টা ১০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয়ে-রিয়াজ, অহনা।

নাটক ‘বাইক ড্রাইভার’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।  পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে, সালাহ্উদ্দিন লাভলু, প্রভা।

নাটক ‘গোয়েন্দা ঘটক’ প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। রচনা-মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা-সৈয়দ শাকিল। অভিনয়ে, জাহিদ হাসান, মৌসুমী।

নাটক ‘পিকনিক’ প্রচারিত হবে রাত ১১টা ৫৫ মিনিটে। রচনা-বিপাশা হায়াত, পরিচালনা-তৌকীর আহমেদ। অভিনয়ে, তৌকীর, মৌটুসী হামিদ।

একুশে টেলিভিশন

টেলিফিল্ম ‘একটি রাত’ প্রচারিত হবে সকাল ১১টায়। রচনা ও পরিচালনা রাকেশ বোস। অভিনয়ে সজল, প্রভা, সানজিদা মিলা।

ছবিয়াল ঈদ রি-ইউনিয়নের নাটক প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে।

‘দ্য পেইন্টার’

এনটিভি

টেলিফিল্ম ‘দ্য পেইন্টার’ প্রচারিত হবে বেলা ২টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনা পারভেজ আমিন। অভিনয়ে- কণিকা ব্যানার্জি, পার্থ বড়ুয়া।

নাটক ‘১৩৩৩’ প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে। জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। অভিনয়ে- নাঈম, তিশা।

নাটক ‘লাইফ ইজ কালারফুল’ প্রচারিত হবে রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে-মোশাররফ করিম, ভাবনা।

‘হোটেল বিলাসবহুল’

দেশ টিভি

নাটক ‘শূন্য ঘরের ছাদ’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন নিয়াজ নাদভী। অভিনয়ে-ইরেশ যাকের, উর্মিলা শ্রাবন্তী কর।

নাটক ‘হোটেল বিলাসবহুল’ প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয়ে মোশাররফ করিম, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা।

‘বউ যদি এমন হয়’

বৈশাখী টেলিভিশন

নাটক ‘বউ যদি এমন হয়’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। রচনা- সম্রাট জাহাঙ্গীর, পরিচালনা-নিলয় মাসুদ। অভিনয়ে, মীর সাব্বির, ইভানা, আব্দুল্লাহ রানা।

নাটক ‘বুলির বেলকনি’ প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা শামস করিম। অভিনয়ে- মোশাররফ করিম, শার্লিন।

নাটক ‘প্রথম প্রেমের কাব্য’ প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে : পরিচালনা-অনন্য ইমন। অভিনয়ে-তৌসিফ, নাদিয়া নদী।