তিন তরুণ নির্মাতার চোখে চলচ্চিত্রের সংকট

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব। উৎসবে জুন মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 12:27 PM
Updated : 23 June 2017, 12:27 PM

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত এ উৎসবে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায়। এছাড়া বিকাল ৫টায় ৯ম বারের মত আয়োজিত হচ্ছে ‘সিনেমা ফাইভ আলাপ’।

‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা আয়োজন। প্রতিমাসে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র-সংস্কৃতি সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘সিনেমা ফাইভ আলাপ’ এর আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকসূত্রে জানা যায়, এবারের আলাপের বিষয় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশের চলচ্চিত্রে প্রতিবন্ধকতা ও বন্দিত্বের খোঁজ’। এবারের অতিথি বক্তা ৩ জন তরুণ চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ এবং চলচ্চিত্র নির্মাতা জাহিদ গগণ জানাবেন তাদের চোখে চলচ্চিত্রের সংকটগুলোর কথা।

উৎসবে জুন মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলোর থেকে সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও ১টি প্রামাণ্যচলচ্চিত্রের প্রদর্শনী হবে। নির্বাচিত ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রের উদ্বোধনী (প্রিমিয়ার) প্রদর্শনী হবে।

সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ১ টি প্রামাণ্যচলচ্চিত্র। নির্মাতা অতনু পাটোয়ারী নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘পরিবর্তিত’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা এনামুল হক কবির নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘গ্রান্ডমাস্টার ভিশন’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা ফরিদুল আহসান সৌরভ নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘প্রতিভাস’ (উদ্বোধনী প্রদর্শনী) এবং নির্মাতা মোহাম্মদ রোমেল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘শ্রমিক আওয়াজ’।

উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী ও ‘সিনেমা ফাইভ আলাপ’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।