মস্কো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ‘বাহুবলী-টু’

‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’য়ের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে এস. এস. রাজামৌলি’র ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘বাহুবলী দ্য কনক্লুশন’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 02:14 PM
Updated : 22 June 2017, 02:14 PM

মুক্তির ২২ দিনের মাথায় এক হাজার পনের কোটির উপরে আয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করেছে ‘বাহুবলী টু’। এবারে ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ মাতাতে চলেছে ‘বাহুবলী’।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এরই মধ্যে মস্কো পৌঁছে গেছেন ‘বাহুবলী’ পরিচালক এস. এস. রাজামৌলি। সম্প্রতি এক টুইট পোস্টে তিনি লিখেছেন, “মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে রাশিয়ায় এসেছি। অসম্ভব ভালো লাগছে এখানে এসে। এবারের আসরে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখোনো হবে ‘বাহুবলী টু’। এ বিষয়টি আরও বেশি আনন্দ দিচ্ছে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দর্শকের অনুরোধে এরই মধ্যে প্রদর্শণীর সময় বাড়ানো হয়েছে ‘বাহুবলী টু’য়ের। দর্শক অনুরোধে ভারতীয় সিনেমার প্রদর্শণীর সময় বাড়ানোর ঘটনা মস্কো চলচ্চিত্র উৎসবে এই প্রথম। সামনেই চীনের বাজারে মুক্তির পাচ্ছে ‘বাহুবলী টু’। চীনে মুক্তি পেলে ‘বাহুবলী-টু’য়ের আয় ছাড়িয়ে যাবে আমির খানের সিনেমা ‘দঙ্গল’কেও- এমনটাই ধারণা করছে বক্সঅফিস বিশ্লেষকরা।

২২ জুন থেকে শুরু হচ্ছে ‘মস্কো চলচ্চিত্র উৎসব’য়ের ৩৯তম আসর। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১১টি নির্বাচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাংলাদেশী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটিও।