কান উৎসবে গান গাইলো ভারতের প্রথম হিজড়া ব্যান্ডদল

কান উৎসবের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগীত পরিবেশনা করলো ভারতের প্রথম হিজড়া ব্যান্ডদল ‘সিক্স প্যাক’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 02:50 PM
Updated : 21 June 2017, 02:50 PM

কান চলচ্চিত্র উৎসবের সৃজনশীল শাখায় সেরা ব্যান্ডদল হিসেবে গত বছর ‘লায়ন গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার জয় করে ‘সিক্স প্যাক’। এবারের আসরে তাদের উত্থান ও সাফল্য নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি উৎসব মঞ্চে গান পরিবেশন করে দলটি।

আইএনএস জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অনুষ্ঠানটির আয়োজক কমিটির মুখপাত্র শিব কৃষ্ণমূর্তি বলেন, “সিক্স প্যাক’কে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভারতের প্রথম হিজড়া সদস্যদের নিয়ে তৈরি এ ব্যান্ডদলটি তাদের প্রতিভার জোরেই আজকে এ অবস্থানে এসেছে। তাদের সংগ্রামের গল্প সবার জানা প্রয়োজন।”

এ সময় ভারতের প্রথম হিজড়া ব্যান্ডদলের এ পরিবেশনা বিশ্বজুড়ে লৈঙ্গিক সমতা ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।