গুরু শিষ্যের ‘যুগপৎ’

ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে এনটিভির বিশেষ নৃত্যানুষ্ঠান ‘যুগপৎ’ । নৃত্যের পাশাপাশি থাকবে আড্ডাও ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 03:03 PM
Updated : 18 June 2017, 03:03 PM

গুরু-শিষ্যের রসায়নে নির্মিত হলো ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান  ‘যুগপৎ’। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা। অনুষ্ঠানে নৃত্য শিক্ষক হিসেবে ছিলেন ওয়াসেক, বেবি ও  তানজিল এবং তাদের ছাত্র হিসেবে ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রেসি, অভিনয় শিল্পী হিমি ও লাক্স তারকা সুপ্রিয়া।

অনুষ্ঠানটি প্রসঙ্গে প্রযোজক কাজী মোস্তফা বলেন, “আমাদের দেশের নৃত্যের অনেক  প্রশিক্ষক আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নৃত্য প্রশিক্ষক ও শিক্ষার্থী নিয়ে নৃত্য অনুষ্ঠান যুগপৎ। এই অনুষ্ঠানে মোট তিনটি গানের নৃত্য থাকবে, নৃত্যের পাশাপাশি থাকবে আড্ডা। যেখানে প্রথম নৃত্য ক্লাস থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনা  এবং শিক্ষক হয়ে প্রথম দিনের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে।”

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন বিকাল ৫টা ১৫ মিনিটে।