চলে গেলেন ‘রকি’ নির্মাতা জন অ্যাভিল্ডসেন

শুক্রবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্কারজয়ী মার্কিন পরিচালক জন অ্যাভিল্ডসেন । গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে অ্যান্টনি অ্যাভিল্ডসেন।

গ্রিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 02:17 PM
Updated : 17 June 2017, 02:17 PM

১৯৭৭ সালের অস্কারজয়ী সিনেমা ‘রকি’র জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার জয় করে নেন অ্যাভিল্ডসেন। এ ছাড়াও ১৯৮৪ সালের সাড়াজাগানো ছবি ‘দ্য ক্যারাটে কিড’, ‘জো’, ‘সেইভ দ্য টাইগার’, ‘ফোর প্লে’, ‘এইট সেকেন্ড’, ‘ইনফার্নো’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দেন তিনি।

গণমাধ্যমকে অ্যাভিল্ডসের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ছেলে অ্যান্টনি অ্যাভিল্ডসেন বলেন, “তিনি ছিলেন এক জন অসাধারণ মানুষ। একই সঙ্গে অসম্ভব বুদ্ধিমান, কর্মঠ ও একরোখা একজন মানুষ। তিনি ছিলেন খুব জেদি- সম্ভবত এটাই ছিলো একইসঙ্গে তার সবচেয়ে বড় গুণ ও দোষ।”

অর্থাভাবে বাধ্য হয়েই ‘রকি’ সিনেমাটি বানিয়েছিলেন জন অ্যাভিল্ডসেন। ১৯৭৬ সালের সাড়াজাগানো এ স্পোর্টস ড্রামাটি পরের বছর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডে জেতে সেরা ছবির পুরস্কার। সিলভেস্টার স্ট্যালোন অভিনীত এক হেভি-ওয়েট বক্সারের জীবন কাহিনি নিয়ে নির্মিত এ ছবিটির জন্য আজও স্মরণীয় হয়ে আছেন জন অ্যাভিল্ডসেন।