‘লাভ ইন ঢাকা’ কনসার্ট ২৭ জুলাই

ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহান আর বাংলাদেশের তাহসান-মেহরীন-কর্নিয়া ত্রয়ীকে নিয়ে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 01:38 PM
Updated : 11 June 2017, 04:32 PM

গ্রান্ড মাস্টার ইভেন্টেসের আয়োজনে ২৭ জুলাই ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে চার সংগীতশিল্পীর পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন ভারতীয় মডেল পূজা এবং ইউক্রেনের নৃত্যশিল্পী এনাস্তাসিয়া।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রান্ড মাস্টার ইভেন্টেসের পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জুলাই বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এর টিকিটের মূল্য- প্লাটিনাম সাত হাজার টাকা, ডায়মন্ড পাঁচ হাজার টাকা, গোল্ড চার হাজার টাকা এবং সিলভার তিন হাজার টাকা। বাণিজ্যিক ভিত্তিতে অনুষ্ঠিতব্য এ আয়োজনের প্রবেশমূল্যের একটি অংশ শ্যামলীর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রান্ড মাস্টার ইভেন্টেসের উপদেষ্টা মারুফ আহমেদ খান রিজভী, ব্যবস্থাপনা পরিচালক বি এম রইসউদ্দিন, পরিচালক খন্দকার আব্দুল্লাহ মামুন ও বকুল আহমেদ।