স্বর্ণপাম জিতল ‘দ্য স্কয়ার’

শিল্প জগত নিয়ে ব্যঙ্গাত্মক সুইডিশ চলচ্চিত্র ‘দ্য স্কয়ার’ এবার কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) জিতেছে।

রয়টার্স
Published : 28 May 2017, 08:02 PM
Updated : 29 May 2017, 05:14 AM

সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ডের এই চলচ্চিত্রের গল্প একটি আর্ট মিউজিয়ামের কিউরেটরকে নিয়ে। ২ ঘন্টা ২২ মিনিটের সিনেমাটিকে চলচ্চিত্রবোদ্ধারা অভিহিত করেছেন ‘উচ্চমাত্রার বিনোদন’ হিসেবে।

স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোবার, যিনি উইল স্মিথ ও জেসিকা চ্যাস্টেনদের মতো তারকা-খচিত নির্বাচকমন্ডলীর সভাপতি ছিলেন, বলেন, “এরকম একটি গরুগম্ভীর বিষয়কে দারুণ কল্পনাশক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুবই, খুবই, খুবই হাস্য-রসাত্মক ছিল এটি।”

আশির দশকে এইডস নিয়ে সচেতনতা তৈরিতে কর্মরতদের নিয়ে নির্মিত ‘বিপিএম (বিটস পার মিনিট)’ আসরের দ্বিতীয় পুরস্কার গ্রান্ড প্রাইজ জিতেছে। শেষদিন পর্যন্তও অনেকের ধারণা ছিল এই সিনেমাটিই জিতবে প্রথম পুরস্কার।

‘দ্য বিগাইল্ড’ এর জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে সোফিয়া কপোলার হাতে। ১৯৬১ সালে সোভিয়েত নির্মাতা ইউলিয়া সোলনস্তেভার পর দ্বিতীয় নারী হিসেবে এই পুরস্কার অর্জন করলেন তিনি।

রোববার কানের ৭০তম আসরের পুরস্কার ঘোষণায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হোয়াকিন  ফিনিক্স। ‘ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সিনেমাটিতে মানসিকভাবে অসুস্থ এক ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দ্য কিলিং অফ এ সেক্রেড ডিয়ার’-এর দুই রচয়িতা ইওর্গস ল্যান্থিমস ও ইফথিমিস ফিলিপ্পো’র সঙ্গে এই সিনেমার নির্মাতা লিন র‌্যামসে ভাগাভাগি করে নেন সেরা চিত্রনাট্যকারের পুরস্কার।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডিয়ানে ক্রুগার। জার্মান ভাষার ‘ইন দ্য ফেড’য়ে তিনি অভিনয় করেন বোমা হামলায় স্বামী এবং সন্তানহারা এক নারীর ভূমিকায়। এই বিভাগে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী নিকোল কিডম্যান জিতেছেন বিশেষ জুরি পুরস্কার।