চার রূপে এক মৌ

শুক্রবার এনটিভিতে প্রচারিত হবে ইন্তেখাব দিনার-সাদিয়া ইসলাম মৌ অভিনীত নাটক ‘কিছুই কি নেই বাকি?’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 12:50 PM
Updated : 26 May 2017, 12:50 PM

প্রথমবারের মত একই নাটকে চারটি চরিত্রে অভিনয় করলেন সাদিয়া ইসলাম মৌ। নাটকের নাম ‘কিছুই কি নেই বাকি?’ রুম্মান রশীদ খান-এর লেখা এ নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

এক নাটকে চার চরিত্র? বিষয়টি ব্যখ্যা করলেন নাট্যকার রুম্মান রশিদ খান। তিনি বলেন, “একটি সত্য কাহিনি অবলম্বনে নাটকের কাহিনি গড়ে উঠেছে। এ নাটকে মৌ তার চারপাশে নিজের তিনটি প্রতিচ্ছায়া দেখতে পান। জীবনের সবকিছু সেই তিন মৌ পরিচালনা করেন। শান্ত, রাগী, ঝগড়ুটে প্রতিচ্ছায়ার সঙ্গে সন্ধি করে মৌ তার জীবন নকশা আঁকেন।”

তিনি আরও বলেন, “কিন্তু জীবনের সবকিছু কি আর সরল রেখায় চলে? চাইলেই প্রত্যাশা আর প্রাপ্তি এক হয় না। স্বামী ইন্তেখাব দিনারের সঙ্গে মৌ-এর হিসাব নিকাশ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। তাদের ভালোবাসার সবটুকু সমীকরণ শেষ বিন্দুতে এসে পৌঁছয়। কিন্তু সবকিছু শেষ হবার পরও কিছুই কি বাকি থাকে না? জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে প্রতিচ্ছায়াও কি মানুষ দেখতে পায়না? সত্যিই কি সবাই একা?” এমন প্রশ্নই উচ্চারিত হবে নাটকটিতে।

‘কিছুই কি নেই বাকি?’ প্রচারিত হবে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।