মাসুমের ‘তুমিহীনা’

প্রথম একক অ্যালবাম ‘তুমিহীনা’ দিয়ে অডিও শিল্পে আত্নপ্রকাশ করলেন কন্ঠশিল্পী মাসুম। রোববার প্রযোজনা সংস্থা সিডি চয়েস মিউজিকের ব্যানারে অ্যালবামটি বাজারে প্রকাশিত হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 03:44 PM
Updated : 22 May 2017, 03:44 PM

রোমান্টিক ধাঁচের ৫টি গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমিহীনা’ অ্যালবামটি। অ্যালবামে থাকা গানগুলো হচ্ছে ‘প্রাণ ভ্রমরা’, ‘একটু হাসি’, ‘তুমিহীনা’, ‘আদরে আদরে’ ও ‘বাতাস’। অ্যালবামটিতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী সালমা এবং মিতা মল্লিক।

অ্যালবাম প্রসঙ্গে গ্লিটজকে মাসুম বলেন, “অ্যালবামের নামটি শুনলেই মনে হয় জীবনের কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে এই হয়ত এই নামকরণ। আসলে আমাদের প্রত্যেকের ব্যক্তিজীবনে এমন কিছু মুর্হুত আসে যখন আমরা পুরনো স্মৃতিগুলোতে নিজের হারিয়ে যাওয়া সুখগুলোকে খুঁজে বেড়াই। সেই বিষয়টাকেই প্রাধান্য দিয়ে এই অ্যালবামের সবগুলো গান নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস রোমান্টিক ধাঁচের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে।”

অ্যালবামের চারটি গান লিখেছেন গীতিকার এইচ এম রিপন। তবে ‘বাতাস’ গানটি লিখেছেন মাসুম নিজেই। অ্যালবামের গানগুলো সুর করেছেন রেজওয়ান শেখ, অমিত চ্যাটর্জী, মাসুম ও কলকাতার আকাশ সেন।