আসছে সুলতান সুলেমান ‘সিজন ৫’

বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ শুরু হচ্ছে আবার। ২০ মে থেকে প্রচারিত হবে ধারাবাহিকটির পঞ্চম মৌসুম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 11:31 AM
Updated : 17 May 2017, 11:31 AM

দীপ্ত টেলিভিশন কতৃপক্ষ জানিয়েছে, টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ও রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক ‘সুলতান সুলেমান’।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে র্নিমিত এই মেগা-সিরিয়াল। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী।

২০১৫ সালের নভেম্বর থেকে বাংলায় ডাব করে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। গত দুই বছরে প্রচারিত হয়েছে চারটি মৌসুম। প্রচারের পর থেকেই ধারাবাহিকটি এ দেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়। দীপ্ত টিভির পথ অনুসরণ করে এ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলও বিদেশি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেয়। উল্টো দিকে বিদেশি ধারাবাহিক বন্ধের আন্দোলন শুরু করে এ দেশের নাটকের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। এমনকি দুটি টিভি চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা। আন্দোলনটি আপাতত স্থগিত আছে।