প্রথম দিনেই শত কোটি রুপি আয় ‘বাহুবলী টু’র!

এস এস রাজামৌলি’র বহুল প্রতীক্ষিত ‘বাহুবলী টু’ মুক্তির প্রথম দিনেই আয় করে নিয়েছে ১০০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের রেকর্ড গড়লো সিনেমাটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 12:02 PM
Updated : 29 April 2017, 12:02 PM

মূলত তেলুগু ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও ইংরেজি ভাষাতেও। আর তাতেই ভারতের সবগুলো অঞ্চলে দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি।

তেলেঙ্গানায় এ যাবৎকালের সবচেয়ে সবচেয়ে বড় অঙ্কের উদ্বোধনী আয়ের সিনেমা হিসেবে উঠে এসেছে ‘বাহুবলী টু’-এর নাম। মুক্তির দিনেই শুধু ওই অঞ্চলেই ৫৩ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

এ ব্যাপারে তেলুগু সিনেমার বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বলেছেন, “সিনেমাটির সূচনা অসাধারণ হয়েছে। অন্ধ্র এবং তেলেঙ্গানাতে সিনেমাটি ৫৩ কোটি রুপি আয় করেছে, যা এযাবৎকালের সেরা। আশা করা যাচ্ছে দুই দিনের মধ্যেই এই অঞ্চল থেকে একশ কোটি রুপি উঠেয়ে আনতে পারবে সিনেমাটি।”

সিনেমাটির হিন্দি সংস্করণ প্রথম দিনে আয় করেছে প্রায় ৩৭ কোটি রুপি।

মুম্বাইভিত্তিক বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেন, “সত্যিই দারুণ। হিন্দি- ৩৬ কোটি ৫৪ লাখ।”

‘বাহুবলী টু’য়ের হিন্দি সংস্করণের পরিবেশক করণ জোহর দারুণ উচ্ছ্বসিত সিনেমাটির এই সাফল্যে।

তিনি লিখেছেন, “অভাবনীয় এবং কল্পনাতীত এক সর্বকালের সেরা প্রথমদিনের আয়! এখনও আয়ের তথ্য আসছে... মোট অঙ্ক জানাতে সময় লাগবে। এখানেই চোখ রাখুন ‘বাহুবলী টু’র আয় জানতে।”

তামিল নাড়ুতে প্রথম দিন বাহুবলী ব্যবসা করেছে ১২ কোটি রুপির। আর কেরালাতে সিনেমাটি আয় করেছে ৭ কোটি রুপি।

যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও ২৫ লাখ ডলালের ব্যবসা করেছে ‘বাহুবলী টু’।

সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডগ্গুবতী, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, সত্যরাজ ও রম্য কৃষ্ণন।