‘বাহুবলী-টু’র পর বাকিদের টিভি নির্মাতা মনে হবে: রাম গোপাল

ভারতের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলী-টু’ মুক্তি পেতে আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে এ ছবিকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা!

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 03:03 PM
Updated : 25 April 2017, 03:03 PM

‘বাহুবলী’ নির্মাতা এস.এস.রাজমৌলি’র প্রসংশায় বরাবরই পঞ্চমুখ তামিল পরিচালক রাম গোপাল বর্মা। এর আগেও বিভিন্ন সময়ে এ পরিচালকের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। রাজমৌলি’র পাশে ভারতের বাকি সব চলচ্চিত্র পরিচালকেরা টিভি নাটক নির্মাতার সমতুল্য- সম্প্রতি এক টুইট পোস্টে এমনটাই লিখেছেন ‘সরকার’ পরিচালক।

ইন্ডিয়া টুডে জানায়, টুইট পোস্টে রাম গোপাল বর্মা লিখেছেন, “রাজমৌলি’র ‘বাহুবলী-টু’ নিয়ে আমি খুবই আগ্রহী। শিগগিরই মুক্তি পেতে চলেছে এ ছবিটি। ‘বাহুবলী-টু’ ভারতের বাকি সব চলচ্চিত্র নির্মাতাদের মনে করিয়ে দেবে তারা সবাই আসলে অপরিণত টিভি সিরিয়াল নির্মাতা!”

২৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, রানা দগ্গুবতী, সত্যরাজ, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া অভিনীত ‘বাহুবলী-টু’। ২০১৭’য়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন- কেন কাটাপ্পা খুন করলো বাহুবলী’কে?  এ প্রশ্নের উত্তর পেতে দর্শককে অপেক্ষায় থাকতে হবে আর মাত্র তিনটি দিন!