রাম গোপালের সিনেমায় মিঠুন এবার মনোবিদ

রাম গোপাল বর্মা’র নতুন ভৌতিক সিনেমা ‘গেহের’-এ একজন মনোবিদের চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 02:01 PM
Updated : 24 April 2017, 02:01 PM

সেই ২০০৩ সালের ‘ভূত’ দিয়ে শুরু। নির্মাতা রাম গোপাল বর্মা এরপর একে একে তৈরি করেছেন ‘ভূত রিটার্নস’, ‘ডরনা মানা হ্যায়’, ‘ডরনা জরুরি হ্যায়’ এবং ‘ফুঁক’-এর মতো ভৌতিক সিনেমা। এবারে মিঠুন চক্রবর্তীকে কেন্দ্রিয় চরিত্রে রেখে তিনি নির্মাণ করছেন ‘গেহের’।

সিনেমাটিতে মিঠুন ছাড়াও আরও অভিনয় করছেন মানব কৌল, ফ্লোরা সাইনি এবং মকরন্দ দেশপাণ্ডে।

ফ্লোরা সাইনি এই সিনেমায় মিঠুন চক্রবর্তী’র সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুম্বাই মিররকে বলেন, “শৈশবে আমি ভূত-প্রেত মানতাম না। তবে পরবর্তীতে দক্ষিণে আমি একটি হরর সিনেমায় কাজ করি, যেখানে আমার চরিত্রটির উপর ভূতের আছর ছিল। এটা বেশ কঠিন কাজই ছিল। সৌভাগ্যক্রমে এই সিনেমায় আমার উপর কোনো ভূতের আছর হয়না। তবে আমি মিঠুনজী’র অভিনয় দেখে হতবাক হয়ে গেছি। আমার সঙ্গে তার কোনো দৃ্শ্য নেই, কিন্তু তারপরও আমি তার পেছন পেছন ঘুর ঘুর করতাম, তার অভিনয় দেখার লোভে।”

রাম গোপাল বর্মার দীর্ঘদিনের সহকর্মী মকরন্দ দেশপান্ডেকেও একেবারে ভিন্নরূপে এই সিনেমায় উপস্থাপন করা হয়েছে বলেও জানান ফ্লোরা।

তিনি বলেন, “প্রথমে শুটিঙের সময় আমি যখন তাকে দেখেছিলাম, আমি তাকে চিনতে পারিনি।”

চলতি মাসের শেষেই সম্পন্ন হবে ‘গেহের’ সিনেমার শুটিং। এছাড়াও মে মাসে মুক্তি পাবে রাম গোপাল বর্মা’র নতুন সিনেমা ‘সরকার থ্রি’।