২৩তম মঞ্চায়নে ‘গহর বাদশা ও বানেছা পরী’

মঙ্গলবার জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হতে যাচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 12:29 PM
Updated : 24 April 2017, 12:29 PM

দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এর ২৩তম মঞ্চায়ন হতে যাচ্ছে।’

প্রায় ৬০ জনের একটি দল এই নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর ২০১৫ সেগুন বাগিচার জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।