‘মানিকদা পোস্টারশিল্পের মানদণ্ড তৈরি করে দিয়েছেন’

নির্মাতা অপর্ণা সেন মনে করেন সত্যজিৎ রায় তার সিনেমার গল্প পোস্টারের মাধ্যমেই নান্দনিকভাবে দর্শকদের কাছে তুলে ধরতেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 02:36 PM
Updated : 26 March 2017, 02:36 PM

নিজের পরবর্তী চলচ্চিত্র ‘সোনাটা’র পোস্টার প্রকাশের দিন এসব কথা গণমাধ্যমকে বলেন অপর্ণা সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সাড়া জাগানো নির্মাতা গৌতম ঘোষও।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “মানিক দা’র ‘দেবী’র কথা মনে করে দেখুন। দুই ভ্রু’র মাঝখানে কোনো তৃতীয় নয়ন নেই। দুই চোখের মাঝখানেও কিছু নেই। অথচ’ এত বছর পরও ওই পোস্টার সবাই মনে রেখেছে।”

সত্যজিৎ রায়-এর সঙ্গে ‘তিন কন্যা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘জন অরণ্য’ এবং ‘পিকু’র মতো প্রসংশিত সিনেমায় কাজ করেছেন অপর্ণা সেন।

অপর্ণার কথা সমর্থন করে গৌতম ঘোষ বলেন, “কেবল ‘দেবী’ নয়, ‘অরণ্যের দিনরাত্রি', ‘প্রতিদ্বন্দ্বী’- প্রতিটি সিনেমাই প্রমাণ করে, পোস্টার কতোটা অর্থবহ হতে পারে।”

অপর্ণার নতুন সিনেমা ‘সোনাটা’র পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল নোটস-এর প্রতীক।

এব্যাপারে অপর্ণা বলেন, “ ‘সোনাটা’র অর্থ হলো সুর। তাহলে এই ছবির পোস্টারে মিউজিক্যাল নোটস থাকবে না তা হতেই পারেনা।”

গৌতম ঘোষ এব্যাপারে বলেন, “অপর্ণার ‘সোনাটা’র পাবলিসিটি ডিজাইন দারুণ। সত্যি বলতে আমাদের সিনেমায় এটা একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং তার মানদণ্ড ঠিক করে দিয়েছেন মানিকদা। তবে তিনি যা করেছিলেন, তা এখনও অবিশ্বাস্য!”

‘সোনাটা’র গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়সী তিন নারীর গল্প নিয়ে। এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন অপর্ণা। বাকি দুই চরিত্রে আছেন শাবানা আজমী ও লিলেট দুবে।