রং তুলিতে উঠে এলো মুক্তিযুদ্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন অনুষ্ঠান ১১তম ‘আইএফআইসি ব্যাংক রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 02:04 PM
Updated : 26 March 2017, 02:04 PM

সকাল ১১টা ১০ মিনিটে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইএফআইসি ব্যাংক’র ডিএমডি হাইকেল হাশমী ও রায়হানুল আমীন, চিত্রশিল্পী হাশেম খান, মুস্তাফা মনোয়ারসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা।

চিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও তার সুরসপ্তকের শিল্পীরা। অনুষ্ঠান দেখতে আসেন বিদেশী অতিথিসহ দেশের বিশিষ্টজনরা। অতিথিরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন করেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, মুস্তাফা মনোয়ার, সৈয়দ ইকবাল, সমরজিৎ রায় চৌধুরী, আবদুস শাকুর, জাহিদ মুস্তাফা, আবদুল মান্নান, শেখ আফজাল, বীরেন সোম, রফি হক, রেজাউন নবী, সোহানা শাহরীন, সৈয়দ জাহিদ ইকবাল, মোঃ জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, অশোক কর্মকার, সৈয়দ লুৎফর হক প্রমুখ। এ সময় তারা অঙ্কিত চিত্রগুলোর বিস্তারিত উপস্থাপন করেন। চিত্রাঙ্কন শেষে চিত্রশিল্পীদের পক্ষে মুস্তফা মনোয়ার ছবিগুলো তুলে দেন ফরিদুর রেজা সাগরের হাতে।

অনুষ্ঠানে চিত্রাঙ্কনে অংশ নেয় শিশুরা। তাদের হাতে সওনদপত্র বিতরণ করেন জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রযোজনা করেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।