‘বাহুবলী টু’ জ্বরে কাঁপছে ইউটিউব!

এস এস রাজমৌলির পৌরাণিক কাহিনি নির্ভর সিনেমা ‘বাহুবলী’র মতোই জনপ্রিয় হতে যাচ্ছে এর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’। সম্প্রতি ইউটিউব ট্রেইলার ভিউ-এর সংখ্যাটি বলছে সে কথাই!

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 02:58 PM
Updated : 25 March 2017, 02:58 PM

১৬ মার্চ মুক্তির পরপরই ইউটিউবে ঝড় তুলেছিলো ‘বাহুবলী টু’-এর ট্রেইলার। এরই মধ্যে তালিশ, তেলেগু, হিন্দি ও মালায়াম- চারটি ভাষায় নির্মিত এ ট্রেইলারটি দেখা হয়েছে ১০ কোটি বারের বেশি। তাই ইউটিউবের সর্বাধিকবার দেখা ভারতীয় সিনেমার ট্রেইলারে পরিণত হয়েছে এটি।

সম্প্রতি এক টুইট পোস্টে ‘বাহুবলী-টু’-এর পরিচালক এস এস রাজমৌলী লিখেছেন, “নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না! ট্রেইলারটি যে দর্শকের এতটা ভালো লাগবে তা বুঝতে পারিনি। সিনেমার সকল কলাকুশলীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”

 

‘বাহুবলী-টু’ এর হিন্দি সংস্করণের প্রকাশক করণ জোহর লিখেছেন, “সর্বাধিকবার দেখা ভারতীয় সিনেমার ট্রেইলার হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাহুবলী-টু’। সংখ্যাটি ১০ কোটি!”

‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তিতে জানা যাবে কেন কাট্টাপা বাহুবলীকে খুন করে। প্রভাস, রানা দগ্গুবতী, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রম্য কৃষ্ণান ও সত্যরাজ অভিনীত এ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২৮ এপ্রিল।