তামিল নেতাদের তোপের মুখে রজনীকান্তের শ্রীলঙ্কা সফর বাতিল

শ্রীলঙ্কায় গৃহহীন তামিল জনগণের জন্য ১৫০ টি ঘরের ব্যবস্থা করেছেন তামিল মহাতারকা রজনীকান্ত। কিন্তু তামিল নেতাদের তোপের মুখে শ্রীলঙ্কা সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 02:43 PM
Updated : 25 March 2017, 02:43 PM

রজনীকান্তের নতুন সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র প্রযোজনা সংস্থা লাইকা প্রডাকশনের পক্ষ থেকে শ্রীলঙ্কার গৃহহীন তামিল জণগণের জন্য গৃহায়ন প্রকল্প হাতে নেয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পের উদ্বোধনের জন্য ৯ এপ্রিল শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করেন ‘এন্থিরান’ তারকা। কিন্তু শেষ পযন্ত তা আর সম্ভব হচ্ছে না।

আইএনএস বলছে, রজনীকান্তের শ্রীলঙ্কা সফেরের সমালোচনা করে তামিল রাজনৈতিক সংগঠন ‘ভিসিকে’ ও ‘টিভিকে’র পক্ষ থেকে বলা হয়েছে, রজনীকান্তের মত একজন জনপ্রিয় তারকার এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠিক হবে না। এ সময় রজনীকান্তকে হুশিয়ার করে এক বক্ত্যবে বলা হয়, “শ্রীলঙ্কা সফরে গেলে তামিল জনগণের আস্থা হারাবেন রজনীকান্ত, একথাটি যেন তিনি ভুলে না যান।”

শনিবার এক বক্তব্যে রজনীকান্ত বলেন, “আমি বরাবরই তামিল নাড়ুর অধিবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চেয়েছি। এ কারণেই শ্রীলঙ্কায় তামিল জেলেদের উপর হামলার ঘটনায় তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। আমি ভেবেছিলাম শ্রীলঙ্কায় গিয়ে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা’র সঙ্গে তামিলদের নানা সমস্যার বিষয়ে কথা বলবো। আমি রাজনীতিতে জড়াতে চাই না। তাই এমন কিছু করবো না যাতে আমাকে রাজনৈতকিভাবে মূল্যায়ন করা হয়। এ কারণেই শ্রীলঙ্কা সফর বাতিল করা হয়েছে।”

এ মুহূর্তে ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছে রজনীকান্ত। এ সিনমায় আরও অভিনয় করছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন।