বীরাঙ্গনা জুঁইকে নিয়ে বিপাকে মাঝি মোশাররফ

আসছে মহান স্বাধীনতা দিবস। বিভিন্ন টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হচ্ছে স্বাধীনতার বিশেষ নাটক ও অনুষ্ঠানমালা। এদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘জন্ম’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 01:04 PM
Updated : 24 March 2017, 01:04 PM

স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে হরহামেশাই ছোটপর্দায় দেখা মিলছে মোশাররফ করিমের। এবার তারা দু’জন পর্দায় হাজির হচ্ছেন ’৭১ এর মুক্তিযুদ্ধের একটি করুণ গল্প নিয়ে। নাটকে জুঁই করিমকে দেখা যাবে বীরাঙ্গনা বেশে পাকিস্তানী আর্মির ক্যাম্প থেকে ফেরা অন্তঃসত্তা এক নারী চরিত্রে। অন্যদিকে মাঝি মোশাররফ করিম।

নাটকটির রচয়িতা রায়হান খান। এটি পরিচালনাও করেছেন তিনি। নাটকের গল্পটি প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালে যুদ্ধের সময় গ্রামের একটি মেয়েকে তার বাসর ঘর থেকে ধরে নিয়ে যায় পাক বাহিনীর সদস্যরা। গ্রামের পাশের ক্যাম্পে মেয়েটির উপর পাশবিক অত্যাচার ও নির্যাতন করা হয়। স্বাধীনতার পর মেয়েটি ক্যাম্প থেকে বেরিয়ে আসে অন্তঃস্বত্তা অবস্থায়। গ্রামের নদীতে নৌকা বাইছিল একজন মাঝি। মেয়েটির আহাজারী শুনে গিয়ে সে দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছে। তাকে কোলে করে নৌকায় নিয়ে আসে সে। একটু পরে মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে। ক্ষুধায় বাচ্চা কাঁদতে থাকে কিন্তু মেয়েটি তাকে দুধ দেয় না এমনকি তার দিকে তাকিয়ে দেখেও না।”

জুঁইকে নিয়ে বিপাকে পড়েন মোশাররফ। রচয়িতা বলেন, “মাঝি মেয়েটিকে দুধ খাওয়াতে বলে কিন্তু সে কিছুই করে না। পরে মাঝি বিভিন্ন গ্রাম থেকে দুধ সংগ্রহ করে এনে দেয় এবং বাচ্চাটিকে খাওয়ানোর জন্য মেয়েটিকে বলে। কিন্তু মেয়েটি বাচ্চাকে দুধ না দিয়ে নিজেই তা খেয়ে ফেলে। মাঝি মেয়েটিকে মারতে গিয়েও রাগ সংবরণ করে। এক সময় বাচ্চাটির প্রতি মায়া জন্মে মেয়েটির। তাকে দুধ খাওয়ায় না ঠিকই কিন্তু তাকে কোলে নিয়ে আদর করে। পরে মাঝি বাচ্চাসহ মেয়েটিকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কিন্তু শ্বশুর তাকে গ্রহণ করে না। কোনো উপায় না দেখে মাঝি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়।”  

যুদ্ধশিশুকে নিয়ে নির্মিত এ নাটকটি এটিএন বাংলায় আসছে ২৬মার্চ রাত ৮টায় প্রচারিত হবে।