শুক্রবার ঢাকার মুক্তি পাচ্ছে ‘পাওয়ার রেঞ্জার্স’

কল্প-বিজ্ঞান শক্তিতে চালিত হয় একদল শিক্ষার্থী। যারা সকলেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী।এই শক্তিকে ব্যবহার করে তারা, সারা বিশ্বকে রক্ষার জন্য । এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘পাওয়ার রেঞ্জার্স’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 03:44 PM
Updated : 22 March 2017, 03:44 PM

শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাওয়ার রেঞ্জার্স’। অনেক প্রতীক্ষার পর অবশেষে একই দিনে সারাবিশ্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

পাঁচজন সাধারণ তরুণ নিজেদের ছোট শহর ও পুরো বিশ্বকে রক্ষা করার জন্য, কীভাবে নিজেদের ক্ষমতা ব্যবহার ক’রে সবকিছু রক্ষা করে, সেই ঘটনাগুলোই দেখা যাবে এই সিনেমার গল্পে। সিনেমাতে অভিনয় করেছেন ডিকরী মনগোমেরী, নাওমী স্কট, আর জে সেইলার, বেকি গোমেজ, এলিজাবেথ ব্যাংক প্রমুখ।

২০১৭ সালের বহুল আলোচিত আমেরিকান সুপার হিরো অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স ফিকশন সিনেমা ‘পাওয়ার রেঞ্জারস’ সিনেমাটি নির্মাণ করেছেন ডিন ইসরাএলিট।