অল্প বয়সে বিয়ে করা ছিল ভুল: প্রসেনজিৎ

নব্বইয়ের দশকের শুরুর দিকে তরুণ অবস্থায় দেবশ্রী রায়-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে মনে করেন টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 02:27 PM
Updated : 3 March 2017, 02:48 PM

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে বড় ভুল নিয়ে প্রসেনজিৎ বলেন, “প্রথম বড় ভুল অত্ত ছোট্ট বয়সে বিয়েটা করা। যখন আমি, চুমকি (দেবশ্রী রায়) কেউই পরিণত ছিলাম না।”

১৯৯২ সালে দেবশ্রীকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ, যে দাম্পত্য টিকেছিল মোটে ৩ বছর। ওই দশকের শেষে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে সেই বিয়েও ভেঙে যায়।

একই বছরে অর্পিতা চ্যাটার্জিকে বিয়ে করেন তিনি। তৃতীয় স্ত্রীর ঘরে মিশুক নামে একটি ছেলেও আছে তার।

পোস্টার সৌজন্য: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস,ভারত

ব্যক্তিজীবনের ভুল স্বীকার করার পাশাপাশি ওই সাক্ষাৎকারে প্রসেনজিৎ কথা বলেন ক্যারিয়ারের ভুল সিদ্ধান্ত নিয়েও।

“ ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘সাজন’-এর মতো ছবির অফার ফিরিয়ে দেওয়া ছিল কেরিয়ারের সবচেয়ে বড় ভুল।”

তবে বাংলা সিনেমায় সময় দিতে গিয়ে নাকি মুম্বাইমুখী হননি- এমন দাবি করেন ‘শঙ্খচিল’ খ্যাত এই নায়ক।

তিনি বলেন, “তখন আমার দিনরাত বলে কিছু ছিল না। বাংলার অনেক ছোট ছোট প্রযোজক আমায় এক নম্বর নায়ক হিসেবে বাজি ধরে বাজারে লগ্নি করেছিলেন। তাদের প্রতি দায় না থাকাটা তো পাপ!”

প্রসেনজিৎ অভিনীত নতুন সিনেমা ‘ওয়ান’ আসছে পহেলা বৈশাখে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত।