বিশ্বাস হচ্ছিল না অ্যাফ্লেকের!

ডেনজেল ওয়াশিংটন, রায়ান গসলিঙদের মতো বড় বড় তারকা থাকা সত্ত্বেও সেরা অভিনেতার অস্কার উঠেছে ক্যাসি অ্যাফ্লেক-এর হাতে, যা তিনি বিশ্বাস করতে পারেননি নিজেও।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 07:36 AM
Updated : 27 Feb 2017, 07:36 AM

‘ফেন্সেস’-এর কারণে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ডেনজেল ওয়াশিংটন। ওদিকে এমা ওয়াটসন সেরা অভিনেত্রী হওয়ায় অনেকে আশা করেছিলেন তার সহশিল্পী রায়ান গসলিঙও সেরা অভিনেতার পুরস্কারটি পাবেন। ‘হ্যাকস রিজ’-এর জন্য অ্যান্ড্রু গারফিল্ডও ছিলেন প্রতিদ্বন্দ্বীদের তালিকায়। তবে সবাইকে অবাক করে দিয়ে এই বিভাগের অস্কারটি নিয়ে গেলেন ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র ক্যাসি অ্যাফ্লেক!

ক্যাসি নিজেও ঘটনাটিতে বিষ্ময় চেপে রাখতে পারেননি।

পুরস্কার গ্রহণের পর তার বলা প্রথম শব্দটি ছিল, ‘ড্যামইট!’

তিনি আরও বলেন, হলিউডের মনো বিশাল একটি ক্ষেত্রে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত তিনি।

তার ভাষ্যে, “আমি আসলে হতবাক এখানে যুক্ত হতে পেরেই। ভালো হতো আমি যদি আরও বেশি এবং অর্থপূর্ণ কিছু বলতে পারতাম!”

কেনেথ লোনারগ্যান পরিচালিত ‘ম্যাচেস্টার বাই দ্য সি’তে অ্যাফ্লেক অভিনয় করেছেন ভাইয়ের মৃত্যুতে শোকাহত এক যুবকের চরিত্রে। সিনেমাটি বাগিয়ে নেয় সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও।