ট্রাম্পের প্রতিবাদে অস্কারে নীল রিবন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই সাত মুসলিম দেশের অভিবাসী ও পর‌্যটকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই তারকাদের সমালোচনার মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অস্কারেও মিললো সেই চিত্র।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 04:50 AM
Updated : 27 Feb 2017, 04:50 AM

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ করে নীল রিবন পরে এসেছেন এবারের আসরে পুরস্কারের জন্য মনোনীত তারকাদের অনেকেই। এদের মধ্যে আছেন রুথ নেগা, ব্যারি জেনকিন্স এবং ক্যাসি অ্যাফ্লেকদের মতো তারকারা।

আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা এবারের আসরে মনোনীত হয়েছেন সেরা অভিনেত্রীর বিভাগে, ‘লাভিং’ সিনেমার জন্য। তাকেই প্রথম অস্কার রেড কার্পেটে হাঁটতে দেখা যায় লাল সান্ধ্যপোশাকের উপরে নীল রিবন পরিহিত অবস্থায়।

র‌্যারি জেনকিন্স মনোনীত হয়েছেন সেরা নির্মাতার বিভাগে ‘মুনলাইট’ সিনেমার জন্য। ওদিকে ক্যাসি অ্যাফ্লেক মনোনীত হয়েছেন সেরা অভিনেতার বিভাগে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র জন্য।

নীল রিবনের মাধ্যমে প্রতিবাদের উদ্যোগটি গ্রহণ করে মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন।