বইমেলায় ‘কিয়ারোস্তামির সিনে-রাস্তা’

বিশ্ববিখ্যাত ইরানী চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির সৃষ্টিকর্ম নিয়ে অনুসন্ধানী বই ‘কিয়ারোস্তামির সিনে-রাস্তা’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। রুদ্র আরিফের গ্রন্থনা ও অনুবাদে বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশনী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 11:38 AM
Updated : 24 Feb 2017, 11:38 AM

সিনেমাকে চটকদার বিনোদনের মাধ্যম নয়, বরং জীবনের গভীরতর অর্থময়তা প্রকাশের ধ্যানী এক ক্ষেত্র হিসেবে স্বতন্ত্র ফিল্মভাষার জাদুতে ঋদ্ধ করে তুলেছেন যে কয়জন হাতে গোনা মাস্টার ফিল্মমেকার, ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি তাদের অগ্রগণ্য। আর এ কারণেই তার সিনেমা দেখে আরেক মাস্টার ফিল্মমেকার, জাপানের আকিরা কুরোসাওয়া মন্তব্য করেছিলেন, ‘সত্যজিৎ রায়ের মৃত্যুর পর মুষড়ে পড়েছিলাম আমি। স্রষ্টাকে ধন্যবাদ, তার শূন্যস্থান পূরণে যথাযোগ্য লোকটিকে পাঠিয়েছেন বলে।’

গতবছরের ৫ জুলাই টেস্ট অফ চেরি নির্মাতা যাত্রা করেন চিরনিদ্রার দেশে। রেখে যান এক মহাকাব্যিক, মরমী সিনে-ভাণ্ডার। তার সৃষ্টিকর্মের সঙ্গে বাংলাভাষী মানুষের পরিচয় ঘটিয়ে দিতে কবি ও সিনে-আলোচক রুদ্র আরিফ প্রকাশ করেছেন ‘কিয়ারোস্তামির সিনে-রাস্তা’। তিনি বলেন, ‘তার সৃষ্টিকর্মের সঙ্গে, আন্তর্জাতিক সিনে-সমালোচকদের গভীর মূল্যায়নের ভেতর দিয়ে বোঝাপড়া করার উদ্দেশেই কিয়ারোস্তামির সিনে-রাস্তা গ্রন্থটির প্রবর্তন।’

লেখক জানান, ৪৩২ পৃষ্ঠার বইটিতে রয়েছে পারস্য কবিতার সমৃদ্ধ পথরেখা ধরে, ক্যামেরার ভিউ-ফাইন্ডারে চোখ রেখে, কিয়ারোস্তামির ‘কিয়ারোস্তামি’ হয়ে ওঠার ওপর ৫১ পৃষ্ঠাব্যাপী সুদীর্ঘ গদ্য, সিনেমা-সংক্রান্ত তার ছোট-বড়-দীর্ঘ ২৪টি সাক্ষাৎকার, তার নির্মিত ২৬টি মহাগুরুত্বপূর্ণ সিনেমার ক্রিটিক্যাল রিভিউ, তার সিনেমাগুলো থেকে প্রতিনিধিত্বমূলক স্টিল-ইমেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি।

বইটির প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। মূল্য ৬৭৫ টাকা। প্রকাশ করেছে ভাষাচিত্র ।