বন্ধ হচ্ছে ‘জিমি কিমেল শো’?

এবিসি’র জনপ্রিয় টিভি অনুষ্ঠান জিমি কিমেল শো। সম্প্রতি ১৪ বছরে ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা এ অনুষ্ঠানটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন উপস্থাপক জিমি কিমেল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 12:06 PM
Updated : 23 Feb 2017, 12:06 PM

এবিসি চ্যানেলের মধ্যরাতের জনপ্রিয় টক শো ‘জিমি কিমেল শো’ নামেই বেশি পরিচিত দর্শকের কাছে। ২০০৩ সালে সর্বপ্রথম এটি প্রচারিত হয়। এমি পুরস্কারজয়ী জিমি কিমেলের হাস্যরস ও মজার বক্তব্যের জন্য অল্প ক’দিনেই বেশ জনপ্রিয় হয়ে হয়ে এ অনুষ্ঠানটি।

অনুষ্ঠান থেকে অবসর নেয়া প্রসঙ্গে ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে জিমি বলেন, “আমি চাইলে আরও তিন বছরে এ অনুষ্ঠান চালিয়ে যেতে পারি কিন্তু যখন আমার মনে হবে আমি নতুন কিছু দিতে পারবো কেবল তখনই আমি আবার উপস্থাপনার কথা ভাববো।”

জিমি আরও বলেন, “গত ১৪ বছর ধরে সপ্তাহে প্রায় ৭০ ঘন্টা করে কাজ করছি। এ মুহূর্তে আমার স্ত্রী গর্ভবতী। আমার মনে হয় পরিবারকে আরেকটু বেশি সময় দেয়া উচিৎ আমার।”

পছন্দসই কাজের প্রস্তাব পেলে আবারও টিভি পর্দায় ফিরতে চান বলেও জানান এ তারকা।