জোলি যখন খেলেন মাকড়শা ভাজি!

নিজের নতুন সিনেমার প্রচারণা চালাতে সম্প্রতি কম্বোডিয়া গিয়েছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে এক অনুষ্ঠানে কম্বোডিয়ার স্থানীয় খাবার, মাকড়শা ভাজির রন্ধন প্রণালী দেখান তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 01:08 PM
Updated : 22 Feb 2017, 01:08 PM

বিবিস ওয়ার্ল্ড-এ সরাসরি প্রচারিত ওই অনুষ্ঠানে মাকড়শাদের মধ্যে সবচেয়ে বিষধর টারেনটুলা প্রজাতির মাকড়শাই ভাজেন তিনি। এছাড়াও আরও নানা ধরণের পোকামাকড় রেঁধে খাওয়ার উপায় অনুষ্ঠানটিতে দেখান তিনি। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিল তার ছয় সন্তানও।

জোলি এব্যাপারে বলেন, “আমি যতদূর জানি, কম্বোডিয়ার খাদ্যতালিকায় এটা সবসময়ই ছিল। বিশেষ করে যুদ্ধের সময়, যখন খাবার পাওয়াই যেত না, তখন মানুষ এসব পোকামাকড় খেয়েই বেঁচে ছিল।”

তিনি আরও জানান, তার বড় ছেলে ম্যাডক্সকে শিশু অবস্থায় যখন তিনি ২০০২ সালে কম্বোডিয়া থেকে দত্তক নেন, তখনই প্রথম তিনি পোকামাকড় দিয়ে তৈরি খাবারের স্বাদ নিয়েছিলেন।

 
 

মঙ্গলবারে প্রচারিত ওই অনুষ্ঠানে জোলি কথা বলেন অভিনেতা ব্র্যাড পিট-এর সঙ্গে তার দাম্পত্য ইতির বিষয়টি নিয়েও।

তিনি বলেন, “আমরা আমাদের পারিবারিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দিচ্ছি। তাই, পরিবার হিসেবে আমরা আরও শক্তিশালী হিসেবেই গড়ে উঠবো এই ঘটনার পরও।”