নন্দিতার ‘মান্টো’র শুটিং শুরু মার্চে

প্রখ্যাত ঊর্দু কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবনী নিয়ে নন্দিতা দাস-এর নির্মীতব্য সিনেমা ‘মান্টো’র কাজ শুরু হচ্ছে মার্চের ১৫ তারিখ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 03:55 PM
Updated : 20 Feb 2017, 03:55 PM

মান্টো’র ভূমিকায় এই সিনেমায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

সিনেমার বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দিতা বলেন, “কাজ পুরোদমে চলছে। শুটিং শুরু হবে মার্চের ১৫ তারিখ থেকে। আমার জন্য এটা অনেক বড় একটি প্রজেক্ট। এটি একটি পিরিয়ড ফিল্ম, চল্লিশের দশককে আমরা পুনরায় তৈরি করবো আমরা এর জন্য। নওয়াজউদ্দিন প্রধান চরিত্রে, কিন্ত আরও অনেক বিখ্যাত নাম এই চলচ্চিত্রটিকে সহযোগিতা করছে। আমি খুবই ভাগ্যবতী।”

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন সাহিত্যিকের ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন।

নিজের প্রস্তুতির সম্বন্ধে তিনি বলেন, “আমি তার অনেকগুলি লেখা পড়েছি এর জন্য, এবং এখন তার লেখার কয়েকটি ধরণের সঙ্গে এখন আমি খুব পরিচিত। চরিত্রটির বিকাশ ঘটেছে মান্টোর ২৫ থেকে ৩৫ বছরের সময়কাল জুড়ে, আমার ঘর ভর্তি হয়ে গেছে ওই সময়ের জামা আর জুতোয়। আমরা কোনো প্রস্থেটিক ব্যবহার করবো না, যতোটা সম্ভব মান্টোকে স্বাভাবিক উপায়ে তুলে ধরার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “ওই সময়ের কোনো ভিডিও নেই। তাই কেবল ছবি আর তার গলার স্বর থেকেই তার ব্যক্তিত্ব অনুসরণ করতে হবে আমাকে।”

সম্প্রতি টুইটারে একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন নওয়াজউদ্দিন, যেখানে চশমাসমেত তাকে ‘গাঞ্জে ফেরেশতে’র লেখকের মতোই লাগছিল।