‘থ্রিলার’ এখনও সেরা

মৃত্যুর আট বছর পরও এখনও পপসম্রাটকে ভোলেনি শ্রোতারা। তাইতো মাইকেল জ্যাকসন-এর ‘থ্রিলার’ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বাধিক বিক্রীত অ্যালবামের তালিকার শীর্ষে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 02:37 PM
Updated : 19 Feb 2017, 02:37 PM

রিয়া (রেকর্ডিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা)-র জরিপে উঠে এসেছে পঁত্রিশ বছর আগে প্রকাশিত অ্যালবামটি এখনও অব্দি বিক্রি হয়েছে ৩০ কোটি কপিরও বেশি। সেকারণেই ‘থ্রিলার’কে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে হীরক সম্মাননায় ভূষিত করেছে সংগঠনটি।

মাইকেল জ্যাকসনের সবচেয়ে জনপ্রিয় গান ‘বিট ইট’ ছিল এই অ্যালবামেরই অংশ। তার মৃত্যুর পরও থেমে নেই এই গান এবং অ্যালবামের বিক্রি। আইটিউনস-এর সেরা ১০০ গানের ৪১টিই মাইকেল জ্যাকসনের, সেই তালিকাতেও সবার উপরে রয়েছে ‘বিট ইট’। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও বলা আছে, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবাম হলো ‘থ্রিলার’।

গিনেস বুক মাইকেল জ্যাকসনকে অভিহিত করেছিল ‘বিশ্বের সবচেয়ে সফল সংগীত তারকা’ হিসেবেও। কেবল ‘বিট ইট’ই নয়, জ্যাকসনের গাওয়া আরও ১২ টি গান টপচার্টের শীর্ষে জায়গা করে নেয় তার জীবদ্দশায়। রক অ্যান্ড রোল হল অফ ফেইমেও এই তারকা স্থান পেয়েছেন দু’বার।