হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে

হৃদরোগে আক্রান্ত তারিক আনাম খানকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 01:42 PM
Updated : 17 Feb 2017, 01:42 PM

গত ১৪ ফেব্রুয়ারি শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। অসুস্থতার পরপরই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

তার অসুস্থতার খবরে নাট্যাঙ্গনে দু:শ্চিন্তার ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর সুস্থতায় প্রার্থনা কামনা করেন।

তবে, অসুস্থতার একদিনের মাথায়ই আজ শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হয়েছে। শিল্পীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দেশের বাইরে পাঠাতে তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বর্তমানে দিল্লির একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন বলে বিডিনিউজকে নিশ্চিত করেছেন শিল্পীর ঘণিষ্ঠরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, তারিক আনাম এখন কিছুটা সুস্থ আছেন। চিকিৎসা শেষ হলেই দেশে ফিরবেন তিনি, আবার দাঁড়াবেন ক্যামেরার সামনে ও পেছনে এমনটাই প্রত্যাশা তার সহকর্মীদের।