ক্যান্সারের সঙ্গে লড়াই চলছেই হিউ জ্যাকম্যানের

ত্বকের ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয় অভিনেতা হিউ জ্যাকম্যান-এর ষষ্ঠবারের মতো অস্ত্রোপচার হলো।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 01:27 PM
Updated : 15 Feb 2017, 01:27 PM

অস্ত্রোপচারের পর মঙ্গলবার নিজের ব্যান্ডেজ বাধা নাকের ছবি টুইটারে পোস্ট করেন জ্যাকম্যান। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “আরও একটি বেসাল সেল কার্সিনোমা। প্রতিনিয়ত চেক-আপ এবং অসাধারন চিকিৎসকদের ধন্যবাদ, সব ঠিক আছে।”

এর আগে আরও পাঁচবার শল্যবিদদের ছুরির নিচে পড়তে হয়েছে ‘উলভারিন’ খ্যাত এই অভিনেতাকে। ২০১৩ সালে প্রথমবার তার বেসাল সেল কার্সিনোমা নামক ত্বকের ক্যান্সার ধরা পড়ে। শুরু থেকেই এই মরণব্যাধি নিয়ে কোনো লুকোছাপা করেননি জ্যাকম্যান।

সেসময় জ্যাকম্যান বলেছিলেন, “সবসময়ই ‘ক্যান্সার’ শব্দটা শোনা ভীতিকর। অস্ট্রেলিয় হওয়ায় এটি খুবই স্বাভাবিক ব্যাপার, বেড়ে ওঠার দিনগুলিতে আমি কখনোই সানস্ক্রিন লোশন মাখিনি। সুতরাং এই ধরণের ক্যান্সারের জন্য আমিই ছিলাম সঠিক প্রার্থী!”

অস্ত্রোপচারের কারণে অবশ্য থেমে নেই জ্যাকম্যানের হাতে থাকা সিনেমার কাজ। ‘উলভারিন’ সিরিজের তৃতীয় ও শেষ ছবি ‘লোগান’ মুক্তি পাবে মার্চে। সেই প্রচারণা চলছে পুরোদমেই। এছাড়াও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন পি টি বারম্যানের বায়োপিক ‘দ্য গ্রেটেস্ট শোম্যান অন আর্থ’-এ।