বিয়ন্সেকে হারিয়ে গ্র্যামিতে অ্যাডেলের জয়

চলতি বছরের গ্র্যামি আসরে বাজিমাত করলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তার নতুন অ্যালবাম ‘টোয়েন্টিফাইভ’-এর জন্য পাঁচটি গ্র্যামি জিতে নিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 01:00 PM
Updated : 13 Feb 2017, 01:00 PM

এবারের আসরে মার্কিন গায়িকা বিয়ন্সেকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন অ্যাডেল। বিয়ন্সেও অবশ্য খালি হাতে ফেরেননি, জয় করেছেন দুটি পুরস্কার।

আসরের বর্ষসেরা অ্যালবাম, সেরা পপ অ্যালবাম, সেরা একক পপ পরিবেশনা, বর্ষসেরা রেকর্ড এবং বর্ষসেরা গানের পুরস্কার জিতে নিয়েছেন অ্যাডেল।

পুরস্কারপ্রাপ্তির আনন্দেও পা মাটিতেই রেখেছেন ‘হ্যালো’ খ্যাত এই গায়িকা। পুরস্কার গ্রহণের সময় বিয়ন্সেরে উদ্দেশ্যে তিনি বলেন, “আমার রানি এবং আমার আদর্শ হলো কুইন বি। আমি তোমাকে ভালবাসি।‘লেমনেড’ অ্যালবামটি দারুণ।”

ওদিকে ‘লেমনেড’ অ্যালবামের জন্য বিয়ন্সে অর্জন করেন, সেরা কন্টেম্পোরারি অ্যালবাম এবং সেরা মিউজিক ভিডিওর পুরস্কার।

৫৯ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস আসরে চলতি বছরের অন্যান্য পুরস্কার বিতরণীগুলোর মতোই তারকারা মুখর ছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায়। লস অ্যাঞ্জেলসের স্টেপল সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত দুই সংগীত তারকা জর্জ মাইকেল এবং প্রিন্স-এর প্রতি।