গোখরা সাপ নিয়ে লাইভ ভিডিও, গ্রেপ্তার শ্রুতি উলফাত

‘ব্রোঞ্জ কোবরা’ প্রজাতির সাপ হাতে নিয়ে একটি লাইভ ভিডিও প্রকাশের জেরে গ্রেফতার হলেন জনপ্রিয় টিভি তারকা শ্রুতি উলফাত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 02:59 PM
Updated : 9 Feb 2017, 03:01 PM

২০১৬-তে টুইটার অ্যাকাউন্টে ‘ব্রোঞ্জ কোবরা’ প্রজাতির সাপ হাতে নিয়ে একটি লাইভ ভিডিও প্রকাশ করেছিলেন ভারতের টিভি অভিনেত্রী শ্রুতি উলফাত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্যের অভিযোগে সম্প্রতি এ তারকাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত বছর পৌরাণিক কাহিনি ভিত্তিক টিভি সিরিজ  ‘নাগার্জুন : এক যোদ্ধা’-র দৃশ্যধারণের সময় একটি বিশাল বড় কোবরা হাতে নিয়ে লাইভ ভিডিও করেন শ্রুতি উলফাত। দৃশ্যধারণে তাকে সাহায্য করেছিলো সহঅভিনেত্রী পার্ল পুরি এবং আরও দু’জন।

সম্প্রতি এ ভিডিওটি বন্যপ্রানী অধিকার বিষয়ক সংস্থা ‘পেটা’র নজরে আসলে তারা এ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনেন।  এছাড়াও এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন অনকে দর্শক।

 

ভারতীয় আইনে বন্যপ্রাণীদের নিয়ে ভিডিও প্রকাশ করাকে ‘বেআইনি’ উল্লেখ করে বনবিভাগের এক কর্মকর্তা বলেন, “ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে এটা বেআইনি। ভিডিওটি প্রকাশের পর এ নিয়ে বেশ শোরগোল তৈরি হয়। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অভিযোগ করে। তারই ভিত্তিতে আমরা শ্রুতি উলফাত সহ আরও দুজনকে গ্রেফতার করেছি।”

উন্নত গ্রাফিক্স এর এই যুগে বন্যপ্রাণীদের নিয়ে দৃশ্যধারণের প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।