বৈশাখীতে আসছে নাটক ‘হাটখোলা’

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাটখোলা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 10:09 AM
Updated : 1 Feb 2017, 10:09 AM

নাটকের গল্পে দেখা যাবে, সপ্তাহের নির্দিষ্ট দিন হাটবারে কেনা-বেচার  পাশাপাশি নানা ধরনের পেশা এবং স্বভাবের মানুষের মিলন মেলায় পরিণত হয় হাটখোলা। যেখানে নেই কোনো ভেদাভেদ। এখানে সবাই হাটুরে। কেউ ক্রেতা আবার কেউবা বিক্রেতা। হকার, চোর, পকেটমার, পাগল আরও কত পেশা ও নেশার মানুষ থাকে। এমনি প্রতিটি মানুষের যাপিতজীবনের হাস্যরস ও করুন রসের ঘটনাগুলোকে ঘিরে ‘হাটখোলা’ ধারাবাহিক নাটকের গল্প শেষ পরিণতির দিকে এগিয়ে গিয়েছে।

নতুন এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আল মনসুর, তারিন জাহান, ফারুক আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, আরফান আহমেদ, রুনা খান প্রমুখ।

সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে বৈশাখী টেলিভিশনে নতুন এই ধারাবাহিক নাটকটির সম্প্রচার শুরু হবে।