গিটারই আমার গানগুলো গাইবে: আইয়ুব বাচ্চু

গানের পাশাপাশি গিটারেও ভক্তদের মাত করেছেন আইয়ুব বাচ্চু। এবার সেই গিটার হাতে দেশের বিভিন্ন শহর ঘুরে কনসার্ট মাতাবেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 01:12 PM
Updated : 22 Jan 2017, 01:12 PM

এলআরবির লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া সংগীতজীবনে একমুহূর্তের জন্যও ছাড়েননি গিটার। এবার সেই গিটার হাতে দেশের বিভিন্ন শহরে কনসার্ট করবেন তিনি। ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’ নামের এ উৎসবের নাম দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। সম্প্রতি মুক্তি পাওয়া তার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম ‘সাউন্ড অব সাইলেন্স’-এর অনুপ্রেরণায় তিনি এ উৎসব করতে যাচ্ছেন।

আগামী মার্চ থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী ও খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদযাপন করবেন তিনি।

রোববার সন্ধ্যায় গ্লিটজ এর সঙ্গে আলাপকালে আইয়ুব বাচ্চু বলেন, “গিটার তো আমার দীর্ঘদিনের সঙ্গী। এবার সেই গিটার নিয়ে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করবো। আমি নয় গিটারই আমার গানগুলো গাইবে। আমার সঙ্গে থাকবে আমার দল এলআরবি।”

তবে, গিটার ছাড়াও নিজেও গানও গাইবেন তিনি এ কনসার্টগুলোতে। আইয়ুব বাচ্চু জানান, শিগগিরই একটি প্রেস কনফারেন্স এর মাধ্যমে কনসার্টগুলোর দিনক্ষণ জানিয়ে দেয়া হবে। তারপরই ছুটবেন শহরগুলোতে। বাজবে তার রুপালী গিটার।