ট্রাম্পবিরোধী র‍্যালিতে ম্যাডোনা, কেটি পেরি

ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন ম্যাডোনা, কেটি পেরি, স্কারলেট জোহানসনদের মতো মার্কিন তারকারা

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 12:31 PM
Updated : 22 Jan 2017, 01:06 PM

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে যখন সেন্ট্রাল হলে শপথ নিচ্ছিলেন ট্রাম্প, তখনই পুরো ওয়াশিংটনে  বিক্ষোভে ফেটে পড়েছিল হাজারো মানুষ। সেখানে মহিলার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সবাই।

ট্রাম্পের বিরোধিতা করে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা বলেন, “বিপ্লবের শুরু এখানেই। আমি খুবই ক্ষুদ্ধ, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

তিনি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া নিজের সুপারহিট গান ‘এক্সপ্রেস ইওরসেলফ’ গেয়ে মাতিয়ে রাখেন পুরো র‍্যালি।

সমাবেশে উপস্থিত ছিলে কেটি পেরিও। তিনি টুইটে ট্রাম্পের তীব্র নিন্দা জানান, “একতা এবং সামনের দিকে আগানোই আমাদের লক্ষ্য। মহিলারা, জেগে উঠুন! বিপ্লবের জন্য প্রস্তুত হন!”

এছাড়াও এদিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন আমেরিকা ফেরেরা, মাইকেল মুর, অ্যাশলি উডদের মতো তারকারা। এই বিক্ষোভ সমাবেশের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের কাছে হেরে যাওয়া হিলারি ক্লিন্টন।

নির্বাচনের অনেক আগে থেকেই নারীদের নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করে রোষানলে পড়েছেন ট্রাম্প। তিনি রাষ্ট্রপতি হওয়ায় নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে বলেই ধারণা বহু আমেরিকানের।