হলিউডের নকল যেসব হিন্দি ছবির পোস্টার

হলিউডের সাথে কাহিনি মিলে যাওয়া বলিউডে নতুন কিছু নয়। কিন্তু শুধু কাহিনি নয়, অনেক সময় দুটি সিনেমার পোস্টারের মাঝেও সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এরকম কিছু বলিউডের সিনেমা যেটার পোস্টারের সাথে হলিউডের সিনেমার মিল রয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 12:24 PM
Updated : 12 Jan 2017, 12:26 PM

১। দিলওয়ালে : ২০১৪ সালের  অক্টোবরে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘দ্য বেস্ট অফ মি’-র সাথে মিলে গিয়েছিল শাহরুখ খান-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’র পোস্টার। তবে পরে অবশ্য জানানো হয়, এটি কোনো এক ভক্তের তৈরি করা পোস্টার, অফিশিয়াল কিছু নয়।

২। আনজানা আনজানি : রণবীর কাপুর অভিনীত ‘আনজানা আনজানি’র পোস্টারের সাথে মিলে গিয়েছিল ২০০৯ সালে  মুক্তি পাওয়া হলিউড ছবি ‘অ্যান এডুকেশন’-এর পোস্টার।

৩।জিন্দেগি না মিলেগি দোবারা : যোয়া আখতার পরিচালিত সুপারহিট বলিউড ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সঙ্গে ২০০৫-এ মুক্তি পাওয়া হলিউড ছবি ‘লর্ডস অব ডগটাউন’-এর পোস্টারের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়।

৪। এজেন্ট বিনোদ : ২০০৩ সালে  মুক্তি পাওয়া হলিউডের জনপ্রিয় অ্যাকশন কমেডি সিনেমা ‘জনি ইংলিশ’-এর সঙ্গে সাইফ আলি খান অভিনীত ‘এজেন্ট বিনোদ’ ছবির পোস্টারের সাদৃশ্য রয়েছে।

৫। রাউডি রাঠৌর : অক্ষয় কুমার অভিনীত অ্যাকশন ফিল্ম ‘রাউডি রাঠৌর’ আর ১৯৯৮ সালের  হলিউড অ্যাকশন ফিল্ম ‘দ্য রিপ্লেসমেন্ট কিলার’-এর পোস্টার প্রায় একইরকম!

৬। মার্ডার থ্রি : ২০০৯ সালের  হলিউড হরর ফিল্ম ‘জেনিফার্স বডি’র পোস্টার আর ২০১৩ সালের  বলিউড ছবি ‘মার্ডার থ্রি’-র পোস্টারও হুবহু এক।

৭। অতিথি কব যাওগে : ২০০৭ সালে  মুক্তি পাওয়া রবিন উইলিয়ামস অভিনীত বিখ্যাত সিনেমা ‘লাইসেন্স টু ওয়েড’-এর সঙ্গে অজয় দেবগন-কঙ্কণা সেনশর্মা অভিনীত ‘অতিথি কব যাওগে’ ছবির পোস্টারের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়।