মান্না দে’র সেরা পাঁচ গান

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’, যার কণ্ঠে চির সবুজ এ গান, তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে। আজ মান্না দে’র তৃতীয় মৃত্যুবার্ষিকী। ফুসফুসের জটিলতায় ২০১৩ সালের এই দিনে ব্যাঙ্গালোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান কীর্তিমান এ সঙ্গীতশিল্পী। সুরের ক্যানভাসে তিনি এমন এক জগত চিনিয়েছেন, যেখানে আজীবন বসত গড়তে চাইবে যে কেউ। চলুন দেখে নেয়া যাক তার জনপ্রিয় ৫টি গান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 08:39 AM
Updated : 24 Oct 2016, 08:39 AM

১। পেয়ার হুয়া ইকরার হুয়া:

এখনো হিন্দি সিনেমার সবচেয়ে ক্লাসিক গান হিসেবে বিবেচিত হয় গানটি। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজকাপুরের ‘শ্রী ফোরটুয়েন্টি’ ছবিতে গানটিতে কণ্ঠ দেন মান্না দে ও লতা মুঙ্গেশকার।

 

২। এ ভাই জারা দেখকে চলো:

১৯৭০ এর দশকে রাজকাপুরের ঐতিহাসিক সিনেমা ‘মেরা নাম জোকার’-এর অন্যতম বড় একটি হিট গান ছিল এটি।

 

৩। লাগা চুনারি মে দাগ:

১৯৬৩ সালে ‘দিল হি তো হ্যায়’ ছবিতে এই গান গেয়েছিলেন মান্না দে। ছবিতে অভিনয় করেন রাজকাপুর।

 

৪। আব কাহা জায়ে হাম:

১৯৫৯ সালের ‘উজালা’ ছবিতে গানটি গেয়েছিলেন মান্না দে। শাম্মী কাপুরের অভিনীত এই সিনেমার গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে।

৫। ইয়েহ দোস্তি হাম নাহি তোড়েঙ্গে:

অমিতাভ ও ধর্মেন্দ্র অভিনীত ১৯৭৫ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘শোলে’তে গানটি ব্যবহৃত হয়। মান্না দে’র সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার। বন্ধুত্বের প্রতীক হিসাবে গানটি চিরস্মরণীয় হয়ে আছে।