বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’

দেশের বৃহত্তম বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বন্ধ থাকা মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’ বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 02:09 PM
Updated : 31 August 2016, 02:09 PM

গত ২১ অগাস্ট বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৬-এর সি ব্লকে আগুন লাগার পর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হলটি।

‘স্টার সিনেপ্লেক্স’-এর মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “১ সেপ্টেম্বর থেকে আবার আগের নিয়মে ছবি প্রদর্শনসহ সমস্ত কার্যক্রম চলবে।”

তিনি বলেন, “আগুনে সিনেমা হলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। ইতোমধ্যে সেটা সংস্কার করা হয়েছে। দর্শকরা আবার আগের পরিবেশেই সিনেমা উপভোগ করতে পারবেন।”

সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সিনেমাপ্রেমী দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টার সিনেপ্লেক্সের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগুন লাগার ঘটনার সময় চলাকালীন শোগুলো যেসব দর্শক দেখতে পারেননি তাদেরকে ওই ছবি দেখার সুযোগ দেওয়া হবে।

স্টার সিনেপ্লেক্স আগের মতোই সিনেমাপ্রেমীদের ‘মিলনমেলায় পরিণত হবে’ বলে আশা করছে কর্তৃপক্ষ।