অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 03:30 PM
Updated : 22 August 2016, 03:30 PM

ফরিদ আলী সোমবার বিকাল ৪টায় রাজধানীর মিরপুর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী প্রয়াত এই অভিনেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এতে প্রধানমন্ত্রী বলেন, “ফরিদ আলী তার সহজাত অভিনয় শৈলীর মাধ্যমে দেশের চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।”

ষাট এবং সত্তরের দশকে কৌতুকাভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৯ আগস্ট তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শহীদুল আমীনের লেখা ‘কনে দেখা’ নাটকের মাধ্যমে ১৯৬২ সালে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন ফরিদ আলী। অভিনয় ছাড়াও, নাটক লেখা ও নির্দেশনাতে পারদর্শী ছিলেন তিনি। মঞ্চনাটকেও ছিলেন নিয়মিত। তার নিজের লেখা প্রথম টিভি নাটক হলো ‘নবজন্ম’।

আমজাদ হোসেন-এর ১৯৬৬ সালের সিনেমা ‘ধারাপাত’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে ফরিদ আলীর। এরপর থেকে একাধারে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জীবন তৃষ্ণা’, ‘স্লোগান’, ‘চান্দা’, ‘দাগ’, ‘অধিকার’ ইত্যাদি।